ভারত ও ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজে শুভমনের সহনেতা জাদেজা

প্রতিনিধিত্বমূলক চিত্র

আবার বঞ্চনার শিকার বাংলার ক্রিকেটার অভিমন্যু ঈশ্বরণ। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্ট ম্যাচ সিরিজে বৃহস্পতিবার ভারতীয় দল ঘোষণা করল বিসিসিআই। এবারের ভারতীয় দলে জায়গা হল না অভিমন্যুর। অভিমন্যু ইংল্যান্ড সফরে ভারতীয় দলে থাকলেও, কোনও ম্যাচে খেলার জন্য প্রথম একাদশে রাখা হয়নি। অর্থাৎ ড্রেসিংরুমে বসে থেকে সময় কাটাতে হয়েছে।

আর এবারে সরাসরি বাদের তালিকায় রেখে দেওয়া হল বাংলার এই ক্রিকেটারকে। সাত বছর বাদে ভারতীয় টেস্ট দলে ইংল্যান্ড সফরে ফিরলেও, খারাপ পারফরমেন্সের জন্য ঠাঁই হয়নি করুণ নায়ারের। চোটের কারণে দলে রাখা হয়নি বোলার আকাশদীপকে। একই কারণে দল থেকে ছিটকে গেছেন উইকেটরক্ষক ঋষভ পন্থ। ঋষভ না থাকাতে প্রথম উইকেটরক্ষক হিসেবে ধ্রুব জুরেলকে রাখা হয়েছে দলে। দ্বিতীয় উইকেটরক্ষক হিসেবে ভারতীয় টেস্ট দলে এলেন নারায়ণ জগদীশন। যদি জগদীশন খেলার সুযোগ পান তাহলে তাঁর টেস্ট অভিষেক হবে। এমনকি মহম্মদ শামিকে দলে রাখার কোনও চিন্তাভাবনা করেননি নির্বাচকরা।

১৫ জন সদস্য ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন শুভমন গিল। আর সহঅধিনায়ক করা হয়েছে অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাকে। দলে আবার ফিরলেন নীতীশকুমার রেড্ডি ও দেবদত্ত পাড়িক্কল। দলে রাখা হয়েছে অক্ষর প্যাটেলকে। আগামী ২ অক্টোবর থেকে প্রথম টেস্ট শুরু হবে আহমেদাবাদে। সেই অর্থে পরীক্ষা করবার জন্যে নতুন কোনও ক্রিকেটারকে ভারতীয় দলে রাখা হয়নি। দীর্ঘদিন বাদে কর্ণাটকের বাঁ-হাতি ব্যাটসম্যান দেবদত্ত পাড়িক্কলকে ডাকা হল। ইংল্যান্ড সফরের আগে দেবদত্ত পাড়িক্কল ফর্মে থাকলেও, খেলার কোনও সুযোগ আসেনি। তাই হয়তো করুণ নায়ারের পরিবর্তে এবারে নির্বাচকরা পাড়িক্কলের উপরেই ভরসা রেখেছেন। আসলে পাড়িক্কল যে কোনও পজিশনে ব্যাট করতে পারেন।


এদিকে প্রশ্ন থাকতেই পারে যশপ্রীত বুমরা দলে থাকা সত্ত্বেও কেন রবীন্দ্র জাদেজাকে সহঅধিনায়ক করা হল। প্রথমে ভাবা হয়েছিল যশপ্রীত বুমরাকে বিশ্রাম দেওয়া হতে পারে। কিন্তু শেষ মুহূর্তে বোলিং ব্রিগেডকে শক্তিশালী করবার জন্য বুমরাকে দলে রাখা প্রয়োজন অনুভব করেন নির্বাচকরা। এর আগে অধিনায়ক রোহিত শর্মার ভারতীয় দলে সহঅধিনায়ক ছিলেন বুমরা। রোহিতের পরিবর্তে বুমরা অধিনায়কের দায়িত্ব নিয়ে ভারতকে জয় উপহার দিয়েছিলেন।

পরবর্তীতে চোট পেয়ে বেশ কিছুদিন বিশ্রামে ছিলেন। ইংল্যান্ড সফরে ভারতীয় দলে ফিরলেও তিনি সব ম্যাচ খেলেননি। তবুও বুমরা ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুই টেস্ট ম্যাচে বুমরাকে রেখেই দল গঠন করা হল। আসলে ভারতের বোলিং বিভাগে বড় ভরসার নাম যশপ্রীত বুমরা। দলকে তিনি অবশ্যই অনুপ্রাণিত করবেন। পাশাপাশি অধিনায়ক শুভমন গিলকে সাহচর্য দিতে পারবেন বলে অভিজ্ঞ ক্রিকেটার রবীন্দ্র জাদেজাকে সহ অধিনায়ক করা হয়েছে বলে নির্বাচকদের মতামত। নির্বাচকরা স্পষ্ট জানিয়েছেন, যে দলে ওপেনার হিসেবে যশস্বী জয়সওয়াল ও অধিনায়ক শুভমন গিল রয়েছেন, সেখানে তৃতীয় ওপেনার হিসেবে অভিমন্যু ঈশ্বরণ বা মানব সুতরের কথা ভাবা হয়নি। প্রধান নির্বাচক অজিত আগরকর জানিয়েছেন, শারীরিক কারণে সরফরাজ খানের নাম তালিকায় রাখা হয়নি। নির্বাচকরা চাইছেন দল গঠনে কোনওরকম দুর্বলতা না থাকে। তাই খেলোয়াড় থেকেও দলকে শক্তিশালী করার লক্ষ্যটাকে প্রাধান্য দেওয়া হয়েছে।

এদিকে প্রথম টেস্টের পরে দ্বিতীয় টেস্ট ম্যাচ ১০ অক্টোবর থেকে শুরু হবে। তাই ভারতীয় দলে দেখা যাচ্ছে অল রাউন্ডারদের জায়গা বেশি হয়েছে। এর পিছনে কোন নীতি খেলা করছে, তা স্পষ্ট নয়। সেক্ষেত্রে বোলার হিসেবে কুলদীপ যাদবের অবস্থান কী হবে তা এখনই বলা যাচ্ছে না। প্রথম একাদশে কুলদীপের জায়গা নিয়ে সংশয় তৈরি হতে পারে। দলে চারজন স্পিনারদের মধ্যে একজনকে বসে থাকতে হবে। তখন নীতীশকুমার রেড্ডির অবস্থান কী হবে, তা কেউই জানেন না। খেলতে নামার আগে কোচ গৌতম গম্ভীর ও অধিনায়ক শুভমন গিলের কাছে বড় চ্যালেঞ্জ। শেষ কথা বলবে সেই সময়।

ভারতীয় দল— শুভমন গিল (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, কে এল রাহুল, সাই সুদর্শন, দেবদত্ত পাড়িক্কল, ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা (সহ অধিনায়ক), ওয়াশিংটন সুন্দর, যশপ্রীত বুমরা, অক্ষর প্যাটেল, নীতীশকুমার রেড্ডি, নারায়ণ জগদীশন (উইকেটরক্ষক) ও মহম্মদ সিরাজ।