আইপিএল নিলামের দিনক্ষণ সামনে এল

প্রতীকী চিত্র

প্রকাশ্যে এল ২০২৬ সালে আইপিএলের মিনি নিলামের দিনক্ষণ। জানা গিয়েছে, সম্ভবত ডিসেম্বরের ১৩ থেকে ১৫ তারিখের মধ্যে এই নিলাম অনুষ্ঠিত হতে চলেছে। তার আগে আগামী ১৫ নভেম্বরের মধ্যে দলগুলিকে জানাতে হবে কোন কোন খেলোয়াড়কে রেখে দিতে চলেছে তারা। পাশাপাশি, আরও জানা যাচ্ছে, গত দু’বছর দুবাই এবং সৌদি আরবে আইপিএল নিলাম অনুষ্ঠিত হলেও এবার তা ভারতেই হতে চলেছে। এই প্রসঙ্গে বলা যায়, ২০২৬ সালে ১৫ মার্চ থেকে ৩১ মে পর্যন্ত আইপিএল হবে বলে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এবারের নিলামে, চেন্নাই সুপার কিংস এবং রাজস্থান রয়্যালস ছাড়া অন্যান্য দলগুলিতে তেমন কোনও বড় পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। এরমধ্যে সবচেয়ে বেশি পরিবর্তন হতে পারে চেন্নাই সুপার কিংস দলের। চলতি বছর আইপিএলে সবার নিচে শেষ করেছিল মহেন্দ্র সিং ধোনির দল। সেই কারণে আসন্ন মরশুমে ভালো ফল করতে বদ্ধপরিকর চেন্নাই। জানা গিয়েছে, রাহুল ত্রিপাঠী, দীপা হুডা, স্যাম কারেন, ডেভিড কনওয়েকে ছেড়ে দিতে পারে তারা। এদিকে, রবিচন্দ্রন অশ্বিন আইপিএল থেকে অবসর নেওয়ায় অতিরিক্ত ৯.৭৫ কোটি টাকা নিয়ে নিলামে নামতে পারবে ধোনির দল। আসলে, ওই টাকা দিয়েই এবার অশ্বিনকে দলে নিয়েছিল তারা।

অন্যদিকে, উইকেটকিপার-ব্যাটসম্যান সঞ্জু স্যামসনকে ছেড়ে দিতে পারে রাজস্থান রয়্যালস। সেই তালিকায় ওয়ানিন্দু হাসারাঙ্গা এবং মহেশ তিকশানাও রয়েছেন। একইসঙ্গে, এবারের মিনি নিলামে নজর থাকবে কলকাতা নাইট রাইডার্সের দিকেও। মূলত, ভেঙ্কটেশ আইয়ারকে এবার তারা দলে রাখে কি না, সেটাই দেখার বিষয়। গত বছর ২৩ কোটি ৭৫ লক্ষ টাকায় তাঁকে দলে নিয়েছিল কেকেআর। কিন্তু, প্রত্যাশা অনুযায়ী তিনি একেবারেই ভালো খেলতে পারেননি। তাই, এবার তাঁকে ছেড়ে দেওয়ার সম্ভবনাই বেশি। পাশাপাশি, জল্পনা বাড়ছে হায়দরাবাদ পেসার মহম্মদ শামিকে নিয়েও। কলকাতা নাইট রাইডার্স দলে বেশ কয়েকজন ক্রিকেটারকে রাখা হবে কিনা তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। গত মরশুমে কলকাতা দল সেইভাবে নজর কাড়তে পারেনি। তবুও অভিনেতা শাহরুখ খান নতুনভাবে দল গড়তে চান বলে মনে করা হচ্ছে। এই সবকিছুরই উত্তর পাওয়া যাবে আগামী ১৫ নভেম্বর।