আগামী ১০ অক্টোবর থেকে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে শুরু হতে চলেছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্ট। তার দু’দিন আগেই প্রকাশ্যে চলে এল ম্যাচের পিচ। জানা গিয়েছে, আমেদাবাদ স্টেডিয়ামের একদম বিপরীত পিচ বানানো হয়েছে অরুণ জেটলি স্টেডিয়ামে। পিচে অল্প ঘাস থাকলেও বেশিরভাগ জায়গাই ফাঁকা। অর্থাৎ, মূলত ব্যাটসম্যানদের কথা চিন্তা করেই এখানকার পিচ তৈরি করা হয়েছে। অরুণ জেটলি স্টেডিয়ামে মূলত কালো মাটির পিচে খেলা হবে দ্বিতীয় টেস্ট, যেখানে প্রথম থেকেই বেশ সুবিধা পাবেন ব্যাটসম্যানরা। তবে, পরের দিকে পিচ শুকিয়ে গেলে স্পিনাররাও ভালো সাহায্য পাবেন। একইসঙ্গে, আরও জানা যাচ্ছে এই ম্যাচের জন্য আউটফিল্ডও নতুন তৈরি করা হয়েছে। মনে করা হচ্ছে তা যথেষ্ট দ্রুত হবে। পাশাপাশি, বাউন্ডারির দৈর্ঘ্যও একটু ছোট করা হতে পারে।
উল্লেখ্য, ২০২৩ সালে শেষবার দিল্লির এই স্টেডিয়ামে টেস্ট ম্যাচ খেলা হয়েছিল। অস্ট্রেলিয়া সেই ম্যাচে প্রথমে ব্যাট করেছিল। তবে, ম্যাচটি তিনদিনের মধ্যে শেষ হয়ে গিয়েছিল। ম্যাচটি অস্ট্রেলিয়া ৬ উইকেটে হেরে গিয়েছিল।
তবে, পিচ নিয়ে খুব একটা চিন্তিত নন ভারতীয় দলের অধিনায়ক শুভমন গিল। প্রথম টেস্ট শেষে তিনি স্পষ্ট জানান, ভারতীয় দলে বর্তমানে এমন কয়েকজন খেলোয়াড় রয়েছে, যারা একার হাতেই ম্যাচে পার্থক্য তৈরি করে দিতে পারে। তিনি আরও বলেন, গত দেড়-দু’বছরে তাঁদের দলের একতা অনেকটাই বেড়েছে। ফলে, যে কোনও কঠিন পরিস্থিতিও তাঁরা অনেকটাই সহজে আর নিশ্চিন্তে সামলাতে পারছেন বলেও জানাতে ভুললেন না শুভমন।