বিশ্বকাপ খোখো প্রতিযোগিতায় ভারতের জয়জয়কার। উদ্বোধনী ম্যাচে ভারতের মেয়েরা দুরন্ত জয় পেল দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে। ভারত জিতেছে ১৭৫-১৮ পয়েন্টের ব্যবধানে। দক্ষিণ কোরিয়ার কাছে এই হার অত্যন্ত লজ্জার। একটা সময় ভারতের মেয়েরা দক্ষিণ কোরিয়ার ১৫ জন ডিফেন্ডারকে একযোগে আউট করে দিয়েছিলেন।
ভারতের মীনু খেলার শুরু থেকেই জ্বলে উঠেছিলেন। কোরিয়ানদের কোনও সময়ের জন্য বেশি পয়েন্ট দিতে চাননি ভারতের মেয়েরা। তবে প্রথম টার্নে ভারত পিছিয়ে পড়েছিল ২-১০ পয়েন্টে। দ্বিতীয় টার্ন থেকে ভারতের মেয়েরা এক পর এক পয়েন্ট করে বিরাট ব্যবধান তৈরি করে নেন। শেষ পর্যন্ত স্কোর লাইন হয় ভারত ১৭৫ এবং দক্ষিণ কোরিয়া ১৮ পয়েন্ট।