বিশ্বকাপ ফুটবলে মূলপর্বে দল সংখ্যা ৩২ থেকে বেড়ে ৪৮ হলেও ভারতীয় পুরুষ ফুটবল দলের বিশ্বকাপ খেলা আগামী দিনে হবে কিনা, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। ভারতীয় ফুটবল দলের কিংবদন্তি পদ্মশ্রী বাইচুং ভুটিয়া এমনই অভিমত প্রকাশ করেন। তবে, বাইচুং বলেছেন, ভারতের মহিলা দলের বিশ্বকাপের যোগ্যতা অর্জনের আশা অনেক বেশি । মহিলারাই পথ দেখাতে পারেন। পুরুষদের ফর্ম্যাটের মতোই মহিলাদের বিশ্বকাপেও দল সংখ্যা বাড়িয়েছে ফিফা। পুরুষদের ফুটবলে পশ্চিম এশিয়ার দলগুলি দাপট দেখায়। ওদের দেশের ক্লাবগুলির সাফল্য বেশি। কিন্তু পশ্চিম এশিয়ার দেশগুলি মহিলাদের ফুটবলে পিছিয়ে। ফলে ভারতের মতো দেশগুলির বিশ্বকাপের যোগ্যতা অর্জনের সুযোগ বেশি। ২০টির মতো দেশ মহিলাদের বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে যোগই দেয় না। ফিফা র্যা ঙ্কিংয়ে ভারতের পুরুষ দলের চেয়ে মহিলা দল অনেক এগিয়ে।
মহিলা ফুটবলে উন্নতির জন্য বাইচুং বলেছেন, ছোটদের উপযুক্ত প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে এবং পরিকাঠামোর উন্নতি করতে হবে। ভারতে মহিলা ফুটবলারদের জন্য একটিও ভালো অ্যাকাডেমি নেই। এখন মেয়েদের জন্য একমাত্র আবাসিক ফুটবল অ্যাকাডেমি হল বাইচুং ভুটিয়া ফুটবল স্কুলস। খুব বেশি মেয়ে ইন্ডিয়ান উইমেনস লিগে খেলছে না। বিভিন্ন রাজ্যের ফুটবল সংস্থা এবং অ্যাকাডেমিগুলিকে এগিয়ে আসতে হবে। মহিলাদের ফুটবলে বিনিয়োগ করতে হবে। একমাত্র তাহলেই কোচিংয়ের মান, প্রশিক্ষণের মান ও প্রতিযোগিতার মান বাড়ানো যেতে পারে। আমি বিশ্বাস করি, ভারতের পুরুষদের দলের তুলনায় মহিলা দলের বিশ্বকাপের যোগ্যতা অর্জনের সুযোগ বেশি। এএফসি র্যা ঙ্কিংয়ে ভারতের মহিলা দল আছে ১২ নম্বরে। সেখানে পুরুষদের দল আছে ২২ নম্বরে। তাই বলতে পারা যায় ভারতীয় মহিলা ফুটবল দল বিশ্বকাপে যাওয়ার সুযোগ পাওয়ার সম্ভাবনা বেশি।