বুমরাকে ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দল

ফাইল চিত্র

তাহলে কী আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বের ম্যাচ গুলোতে ভারতীয় দল অংশ নেবে যশপ্রীত বুমরাকে ছাড়া। সিডনি টেস্টের সময় ভারতের সহ অধিনায়ক যশপ্রীত বুমরা পিঠে চোট পেয়েছিলেন। অবশ্য সিডনির পঞ্চম টেস্ট ম্যাচে অধিনায়কের ব্যাটনটা বুমরার হাতে ছিল। কিন্তু চোট পাওয়ার পর তিনি আর মাঠে নামতে পারেননি। সেই সময়ে মাঠে দলকে পরিচালনা করেছিলেন অভিজ্ঞ ক্রিকেটার বিরাট কোহলি। এখানে উল্লেখ করা যেতে পারে পার্থে প্রথম টেস্টে অধিনায়কের দায়িত্ব পালন করেছিলেন এবং অস্ট্রেলিয়ার সঙ্গে লড়াই করে জয় ছিনিয়ে এনেছিলেন। তারপরে বুমরার দুরন্ত বোলিংয়ে অস্ট্রেলিয়া দল বেশ চাপে ছিল। তাবে ভারতীয় দলকে সিরিজ হারাতে হয়েছিল।

এখনও বুমরার পিঠের কিছুটা অংশ ফুলে রয়েছে। তাই বুমরাকে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে যেতে বলা হয়েছে। ভারতীয় ক্রিকেট সংস্থার চিকিৎসকরা বুমরাকে দেখভাল করবেন। প্রাথমিক চিকিৎসায় জানা গেছে বুমরাকে সুস্থ করতে কমপক্ষে ৬ সপ্তাহ সময় লাগবে। সেই কারণে চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বের খেলাগুলিতে তাঁর পক্ষে খেলা সম্ভব হবে না। এদিকে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল গঠনের সময় নির্বাচকরা বুমরাকে নিয়ে বেশ কিছু সময় আলোচনা করেন। তাই চ্যাম্পিয়ন্স ট্রফির দল নির্বাচন নিয়ে দ্বিধায় রয়েছেন নির্বাচকরা। হয়তো সেই কারণে বিসিসিআই-এর পর থেকে আইসিসি-র কাছে কয়েকটা দিন বাড়তি সময় চাওয়া হয়েছে। যদি তা পাওয়া যায় তাহলে নির্বাচকরা অন্য ভাবনা করবেন দল ঘোষণায়। যদি কানও ব্যতিক্রম না হয় সেক্ষেত্রে যশপ্রীত বুমরাকে রিজার্ভে রেখে দল ঘোষণার সম্ভাবনা রয়েছে। আসলে দলে ক্রিকেটার পরিবর্তনের সময় থাকবে আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। তখন বুমরার নাম পাকাপাকিভাবে জানিয়ে দেওয়া হবে।

তবে বুমরার পিঠের কোনও হাড় ভাঙেনি তবে চোট বেশ ভালো রকম লেগেছে। চোট সারানোর পরে বুমরার জন্যে একটি বা দুটি প্রস্তুতি ম্যাচের ব্যবস্থা করা হতে পারে। তখনই বোঝা যাবে বুমরা কী অবস্থায় আছেন এবং তারপরেই প্রতিযোগিতামূলক ক্রিকেটে খেলবার মতো পরিস্থিতি হয়েছে।


বিশ্বের প্রথম আটটি দলকে নিয়ে একদিনের চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেট শুরু হচ্ছে ১৯ ফেব্রুয়ারি থেকে ভারতের প্রথম ম্যাচ ২০ ফেব্রুয়ারি। খেলবে প্রতিবেশী দেশ বাংলাদেশের সঙ্গে। ২৩ ফেব্রুয়ারি ভারত মুখোমুখি হবে পাকিস্তানের বিপক্ষে। গ্রুপের শেষ ম্যাচ ভারত খেলবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। খেলা হবে ২ মার্চ। চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল ম্যাচ ৪ ও ৫ মার্চ। ফাইনাল খেলা ৯ মার্চ। ভারত যদি সেমি ফাইনাল ম্যাচ খেলবার ছাড়পত্র পায়, যশপ্রীত বুমরার খেলার সম্ভাবনা থাকবে। তা সবকিছু ভাবনা চিন্তার মধ্যে রয়েছে মুখ্য নির্বাচক অজিত আগারকর সহ অন্যদের। বুমরা খেলতে না পারলে ১৪ জনকে নিয়ে ভারতীয় দলকে খেলতে হবে।