ভারতীয় দল ঘোষণা

প্রতিনিধিত্বমূলক চিত্র

আগামী ২২ নভেম্বর থেকে আহমেদাবাদে শুরু হতে চলা অনূর্ধ্ব-১৭ এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জনপর্বের ম্যাচের জন্য ২৩ সদস্যের ভারতীয় দল ঘোষণা করলেন প্রধান কোচ বিবিয়ানো ফার্নান্দেস। গ্রুপের প্রথম ম্যাচে আগামী ২২ নভেম্বর ফিলিস্তিনের মুখোমুখি হবে ভারত। দ্বিতীয় ম্যাচে ২৬ নভেম্বর তাদের প্রতিপক্ষ চাইনিজ তাইপে। এরপর আগামী ২৮ নভেম্বর লেবাননের বিরুদ্ধে মাঠে নামবে তারা। আর শেষ ম্যাচে ৩০ নভেম্বর ইরানের মুখোমুখি হবে বিবিয়ানো ফার্নান্দেসের দল। গ্রুপ শীর্ষে থাকা দল আগামী বছর সৌদি আরবে অনুষ্ঠিত হতে চলা মূলপর্বের যোগ্যতা অর্জনের পাশাপাশি ২০২৬ অনূর্ধ্ব-১৭ কাতার বিশ্বকাপের যোগ্যতা অর্জন করবে। সবকটি ম্যাচ সন্ধ্যা ৭:৩০ থেকে শুরু হবে।

ভারতীয় দল— গোলরক্ষক: মানসজ্যোতি বড়ুয়া, মারুফ শফি, রাজরূপ সরকার। ডিফেন্ডার: অভিষেক কুমার মন্ডল, অঙ্কুর রাজবাগ, ইন্দ্র রানা মাগার, কোরো মেইতেই কোন্থুজাম, লমসংজুয়ালা, মোঃ আইমান বিন, শুভম পুনিয়া। মিডফিল্ডার: দাল্লালমুওন গাংতে, ডেনি সিং ওয়াংখেম, ডায়মন্ড সিং, মুকুন্দো সিং নিংথৌজাম, নীতিশকুমার মেইতেই, থংগউমং টুথাং। ফরোয়ার্ড: আজিম পারভেজ নাজার, আজলান শাহ খ, গুনলেইবা ওয়াংখেইরাকপাম, হেরাঙ্গনবা সেরাম, জাসির খান, লেসভিন রেবেলো,
রাহান আহমেদ।