ভারতের ওপেনার কে এল রাহুল টেস্টে ৪,০০০ রানের মাইলফলক স্পর্শ করলেন

ছবি: এএনআই

ভারতীয় ব্যাটসম্যান এবং ওপেনার কে এল রাহুল টেস্ট ক্রিকেটে ৪,০০০ রান পূর্ণ করেছেন। এই মাইলফলক স্পর্শ করার মাধ্যমে রাহুল ভারতের সফল ব্যাটসম্যানদের তালিকায় আরও এক ধাপ এগিয়ে গেলেন।

রাহুলের ব্যাটিং দক্ষতা, স্থিতিশীলতা এবং আক্রমণাত্মক শৈলী তাঁকে ভারতের টেস্ট দলে অত্যন্ত গুরুত্বপূর্ণ করে তুলেছে। এই রানের মধ্যে অনেকগুলো গুরুত্বপূর্ণ ইনিংস ভারতের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। রাহুল জানিয়েছেন, ‘এটি একটি বিশেষ মুহূর্ত। আমি কৃতজ্ঞ আমার দলের সহকর্মী এবং কোচদের, যাদের সহায়তায় আমি এই সাফল্য অর্জন করতে পেরেছি।’

ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, রাহুলের এই অর্জন তরুণ খেলোয়াড়দের কাছে একটি বড় অনুপ্রেরণা। তাঁর ধারাবাহিক পারফরম্যান্স ভারতের টেস্ট দলে ব্যালান্স বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।


উল্লেখ্য, রাহুল টেস্টে ওপেনার হিসেবে ভারতের জন্য অনেক গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন এবং তার এই মাইলফলক অর্জন তাঁকে ভারতের ব্যাটিং ইতিহাসে বিশেষ স্থান করে দিয়েছে।