টি-টোয়েন্টি বিশ্বকাপের আজ দল ঘোষণা ভারতের

প্রতিনিধিত্বমূলক চিত্র

আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্যে আজ ভারতীয় দল বেছে নেবেন অজিত আগারকারের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি। পাশাপাশি, নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্যও দল ঘোষণা করা হবে।

শুত্রুবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচ শেষে আজ সকালেই মুম্বই পৌঁছানোর কথা ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার যাদবের। তাঁদের উপস্থিতিতেই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল বেছে নেবেন অজিত আগারকারের কমিটি।
জানা গিয়েছে, আজ সম্ভবত দুপুর দেড়টা নাগাদ প্রথমে বৈঠকে বসবেন তাঁরা। সেই বৈঠক শেষেই দল ঘোষণা করা হবে। মূলত বিশ্বকাপের জন্য বেছে নেওয়া দলই নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামবে। যাতে বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টি সিরিজে দল নিয়ে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা সেরে নিতে পারেন গম্ভীর। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে খেলোয়াড়দের পারফরম্যান্সের উপর ভিত্তি করেই এই দল বেছে নেওয়া হবে।

একইসঙ্গে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজের জন্যও এদিন দল বেছে নেওয়া হতে পারে। এই প্রসঙ্গে বলা যায়, আগামী বছর ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে চলেছে টি টোয়েন্টি বিশ্বকাপ। এই ফরম্যাটে গতবারের চ্যাম্পিয়ন ভারত।


ভারতের গ্রুপে পাকিস্তান ছাড়াও আমেরিকা, নামিবিয়া এবং নেদারল্যান্ডস রয়েছে। ফলে, গ্রপের বাধা টপকে এবার খেতাব ধরে রাখাই ভারতীয় দলের কাছে প্রধান চ্যালেঞ্জ।