প্রথম একদিনের ক্রিকেট ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ইংল্যান্ডের একেবারে ভরাডুবি হয়েছে। এই ভরাডুবির পরেই বুধবার আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা যে ক্রম তালিকা পেশ করেছে হ্যারি ব্রুকদের হতাশা আরও বাড়িয়ে দিয়েছে। একদিনের ক্রিকেটের ক্রমতালিকায় ইংল্যান্ডের স্থান হয়েছে অষ্টমে। আর চ্যাম্পিয়নস ট্রফি জয়ী ভারত শীর্ষস্থান বজায় রেখেছে। ভারতের এই স্থান নিয়ে ক্রিকেটাররা দারুণ খুশি।
আইসিসির এক দিনের ক্রিকেটের ক্রমতালিকায় এক নম্বরে রয়েছে ভারত। রোহিত শর্মার দলের রেটিং ১২৪।
২০২৫ সালে এক দিনের ক্রিকেটে অপরাজিত রয়েছে ভারত। আটটি ম্যাচ খেলে সবগুলিতেই জয় পান রোহিতরা। ভারতের পরের এক দিনের সিরিজ় আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। তিন ম্যাচের সিরিজ়ের প্রথমটি হবে ১৯ অক্টোবর পার্থে। দ্বিতীয় ম্যাচ ২৩ অক্টোবর অ্যাডিলেড ওভাল এবং তৃতীয় ম্যাচ ২৫ অক্টোবর সিডনিতে। এক দিনের ক্রিকেটের পাশাপাশি টি-টোয়েন্টি ক্রিকেটের ক্রমতালিকাতেও শীর্ষে রয়েছে ভারত। টেস্টের ক্রমতালিকায় চতুর্থ স্থানে শুভমন গিলের ভারতীয় দল।ক্রমতালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালিস্ট নিউ জ়িল্যান্ড। নিউজিল্যান্ডের রেটিং ১০৯। তৃতীয় স্থানে ২০২৩ সালের বিশ্বকাপ চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। প্যাট কামিন্সদের রেটিং ১০৬। চতুর্থ স্থানে থাকা শ্রীলঙ্কার রেটিং ১০৩।
পাকিস্তান রয়েছে পঞ্চম স্থানে। তাদের রেটিং ১০০। দক্ষিণ আফ্রিকারও রেটিং ১০০। তবু টেম্বা বাভুমার দল ষষ্ঠ স্থানে। সপ্তম স্থানে আফগানিস্তান। রশিদ খানদের রেটিং ৯১। তার পর অষ্টম স্থানে ইংল্যান্ড। ব্রুকের দলের রেটিং ৮৭। নবম স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজ়ের রেটিং ৮০। ৭৭ রেটিং নিয়ে দশম স্থানে বাংলাদেশ।প্রথম ২০টি দলের মধ্যে জায়গা করে নিয়েছে আমেরিকা, নেপাল, কানাডা, নামিবিয়া। ক্রমতালিকায় একাদশ এবং দ্বাদশ স্থানে রয়েছে যথাক্রমে জ়িম্বাবোয়ে এবং আয়ারল্যান্ড।