পার্থে ও অ্যাডিলেডে পরপর দু’টি একদিনের ম্যাচে হেরে যাওয়ার পর আজ নিয়মরক্ষার ম্যাচে ভারত খেলতে নামছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। তিনটি একদিনের সিরিজে ইতিমধ্যেই অস্ট্রেলিয়ার হাতে সিরিজ এসে গিয়েছে। স্বাভাবিকভাবেই অস্ট্রেলিয়া দল এই ম্যাচটাকে নিরমরক্ষার খেলা বলে হালকা চালে খেলতে চাইবে। কিন্তু ভারতীয় দল সহজভাবে খেলতে গিয়ে আবার যদি বিপদ ডেকে আনে, তার জন্য কোচ গৌতম গম্ভীর সতর্ক থাকছেন। ভারতীয় দলে হয়তো পরিবর্তন আসতে পারে, কিন্তু মনে করা হচ্ছে, বিরাট কোহলি ও রোহিত শর্মাকে রেখেই দল গঠন করা হবে। রোহিত পার্থের উইকেটে রান পেয়েছেন, তবে বিরাট কোহলির ব্যাট থেকে কোনও রান আসেনি। তবুও কোচ চাইবেন, এই দুই ক্রিকেটারকে আরও একবার পরখ করে নেওয়া।
নিয়মরক্ষার ম্যাচে ভারতীয় দলের অধিনায়ক শুভমন গিল চাইবেন, সম্মান বাঁচাতে এই মাঠে জয় তুলে নিতে। ভারতীয় দলে কোনও পরিবর্তন না হলেও, অস্ট্রেলিয়া দলে বেশ বড়োসড়ো পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। কমপক্ষে তিনজন খেলোয়াড়কে সিডনির মাঠে প্রথম একাদশে দেখতে পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে। গ্লেন ম্যাক্সওয়েল চোট সারিয়ে আবার খেলার মাঠে ফিরে এসেছেন। তিনি অস্ট্রেলিয়ার প্রথম একাদশে জায়গা করে নিচ্ছেন, তা বলাই বাহুল্য। আর বেন জোয়ারসুইসকে প্রথম একাদশে খেলানো হবে বলে জানা গিয়েছে। তিনি এতদিন হাতে চোট থাকায় মাঠের বাইরে ছিলেন। আবার জস ফিলিপকে একদিনের ক্রিকেটের তৃতীয় ম্যাচে ফিরিয়ে আনা হচ্ছে। দলের নতুন পেসার মাহলি বিয়ার্ডম্যানকে দলে আনা হচ্ছে। খুব সম্ভবত জস হ্যাডেলউড ও শন শেফিল্ড দলের বাইরে থাকবেন। দলের সঙ্গে যোগ দিচ্ছেন জ্যাক এডওয়ার্ড ও ম্যাট কুনেম্যান।
এদিকে আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে সিডনির আকাশে কালো মেঘের ঘনঘটা দেখতে পাওয়া যেতে পারে। তাই সারাদিন ধরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রথম একদিনের ম্যাচে পার্থে প্রবল বৃষ্টি হয়েছিল। তাই নির্দিষ্ট ওভারের সংখ্যা কমিয়ে দেওয়া হয়েছিল। অ্যাডিলেডে কড়া রোদ্দুরে খেলা হয়েছে।
এখন দেখার বিষয়, সিডনির উইকেট বৃষ্টিতে ভেজে কিনা।