দুবাই— অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রিকেটের ফাইনালে পাকিস্তানের কাছে অসহায় ভাবে হারল ভারত। রবিবার পাকিস্তানের সঙ্গে লড়াই করে ১৯১ রানে বড় ব্যবধানে হেরে গেল ভারত। ক্রিকেটের এই ডার্বি ম্যাচের দিকে সবাই তাকিয়েছিলেন। অনেকেই আশা করেছিলেন চির-প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে ভারত দারুণ লড়াই করবে। কিন্তু ভারতকে এমন অসহায় দেখা গেল, তা কেউই ভাবেননি।
পাকিস্তানের ৩৪৮ রানকে তাড়া করতে গিয়ে ভারতের ইনিংস শেষ হয়ে যায় ১৫৬ রানে, যার ফলে বৈভব সূর্যবংশী ও আয়ুষ মাত্রেদের হার স্বীকার করে নিতে হয় বড় রানের ব্যবধানে। বৈভব সূর্যবংশী, অভিজ্ঞান কুণ্ডু বা আয়ুষ মাত্রেদের মতো ব্যাটসম্যানরা থাকলেও, ভারতীয় দলের হয়ে সর্বোচ্চ রান করেন দশ নম্বরে নেমে দীপেশ দেবেন্দ্রন। দীপেশ ১৬ বলে ৩৬ রান করেন।
টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক আয়ুষ মাত্রে। পাকিস্তানর সমীর মিনহাস একাই ভারতীয় দলের বিপদ ডেকে আনেন। সমীর একাই বিধ্বংসী ব্যাট করে পাকিস্তান স্কোরবোর্ডে ১৭২ রান উপহার দেন।
ভারতের কোনও বোলারই সমীরকে চাপে ফেলতে পারেননি। সমীর যখন ১৭২ রানে আউট হন, তখন পাকিস্তান ৩০০ রান টপকে গেছে। তখনই ভারতীয় শিবিরে চিন্তার ভাঁজ পড়ে। মিনহাস ও উসমান জুটি ৯২ রান করে। আবার মিনহাস ও আহমেদ হুসেন জুটি ১৩৭ রানের ইনিংস খেলেন। মিনহাস আউট হয়ে যাওয়ার পরে ভাঙন ধরে পাকিস্তানের। মাত্র ২৫ রানের মধ্যে পাকিস্তান পাঁচটি উইকেট হারায়। শেষ পর্যন্ত তাদের ইনিংস শেষ হয় ৩৪৮ রানে। গ্রুপের ম্যাচে ভারত জিতেছিল পাকিস্তানের বিপক্ষে।
ভারতকে জিততে হলে ৩৪৯ রান করতে হবে, এই লক্ষ্যে মাঠে নেমে হার মেনে নিতে হল। ফাইনালে খেলার আগে ভারত কোনও ম্যাচে হারেনি। দু’বছর আগে রোহিত শর্মার ভারতীয় দল সিনয়রদের বিশ্বকাপে প্রতিটি ম্যাচে জয়লাভ করে ফাইনালে খেলার ছাড়পত্র পেয়ে যায়। কিন্তু ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ভারতকে হারতে হয়েছিল। এবারের যুব এশিয়া কাপ ক্রিকেটে এই ছবি দেখতে পাওয়া গেল।
এদিন শুরুতে ভারতের বৈভব সূর্যবংশী আক্রমণাত্মক ভূমিকা নিয়ে খেলতে নামেন। বৈভব চার বলে ১৯ রান করেন। আয়ুষের ব্যাট কথা বলতে পারেনি। মহম্মদ সায়ামের বলে আয়ুষ আউট হয়ে প্যাভিলিয়নে ফেরত যান। বৈভবের ব্যাট থেকে আসে ১৯ রান। অভিজ্ঞান কুণ্ডু বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি। তিনি করেন ১০ রান।
অ্যারন গর্গ ১৬, বিহান মালহোত্রা ৭, বেদান্ত ত্রিবেদী ৯, কনিষ্ক চৌহান ৯, খিলাদ প্যাটেল ১৯৮ এবং দীপেশ দেবেন্দ্রন ৩৬ রান করে আউট হন। ব্যাটিং ব্যর্থতা আর জঘন্য বোলিংয়ে শেষ পর্যন্ত লজ্জার হার মেনে নিতে হয় পাকিস্তানের কাছে ভারতকে।