আজ নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে আত্মবিশ্বাসী ভারত

প্রতিনিধিত্বমূলক চিত্র

একদিনের ক্রিকেটে ভারতীয় দলে বিরাট কোহলি ও রোহিত শর্মা ফিরে আসার পরেই পুরো রূপরেখাটা বদলে গিয়েছে। শুধু তাই নয়, এই দুই তারকা ক্রিকেটারকে মাঠে দেখলেই সতীর্থরা উজ্জীবিত হন। পাশাপাশি, দর্শকদের মধ্যে নতুন করে উন্মাদনা তৈরী হয়েছে। তাদের ব্যাটে যেন আগুন ঝরছে। বরোদায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে বিরাট কোহলির ব্যাটে ভর করেই ভারতের জয় আসে। অর্থাৎ, ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বুধবার দ্বিতীয় একদিনের খেলায় আবার চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার জন্য তৈরী বিরাট-রোহিতরা। এই মুহূর্তে কেরিয়ারের সায়াহ্নে উপনীত হয়েছেন বিরাট ও রোহিত। তবে, কেরিয়ারের শেষ প্রান্তে এসেও ধারবাহিকতায় সকলকেই হার মানচ্ছেন কোহলি। গত ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে কোটাম্বি স্টেডিয়ামে অল্পের শতরান হাতছাড়া করলেও ইতিহাস গড়েছেন ‘কিং কোহলি’। রাজকোটে সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচে আবারও নতুন ইতিহাসের হাতছানি বিরাটের সামনে।

বর্তমান সময়ে কোহলি আর রেকর্ড যেন একেবারে সমার্থক হয়ে গিয়েছে। গত ম্যাচে ৯১ বলে ৯৩ রানের ইনিংস খেলে আউট হয়েছিলেন কোহলি। বরোদায় এই ইনিংসের ফলে কোহলি আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় সর্বাধিক রানসংগ্রাহক হয়ে যান। শ্রীলঙ্কান কিংবদন্তি কুমার সাঙ্গাকারাকে পিছনে ফেলে দেন তিনি। সাঙ্গাকারা ৬৬৬ ইনিংসে ২৮০১৬ রান করেছিলেন। কোহলি ৬২৪ ইনিংসেই সেই রানের গণ্ডি পার করে ফেলেন। টেস্টে কোহলির সংগ্রহ ৯২৩০ রান, আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে কোহলি ৪১৮৮ রান করেছেন। তিনি একদিনের ফরম্যাটে ১৪,৬৪৭ রান করেছেন।

বরোদায় ইনিংস একটানা সপ্তম অর্ধশতরানের ইনিংস খেলেন কোহলি। আন্তর্জাতিক ক্রিকেটেও টানা পাঁচ ম্যাচ অর্ধশতরানের গণ্ডি পার করেন তিনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ একদিনের তিনি অপরাজিত অর্ধশতরান করেছিলেন। এরপর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাটিতে দুটি শতরানের পাশাপাশি একটি অর্ধশতরানও এসেছিল তাঁর ব্যাট থেকে। এমনকী বিজয় হাজারে ট্রফিতেও একটি শতরান ও একটি অর্ধশতরান করেন তিনি। বর্তমানে, দুরন্ত ফর্মে রয়েছেন কোহলি।


দ্বিতীয় একদিনের ম্যাচেও তিনি যদি ফের একবার অর্ধশতরান করেন তাহলে ইতিহাস গড়বেন তিনি। প্রথম ভারতীয় হিসাবে টানা ছয় আন্তর্জাতিক ইনিংসে অর্ধশতরানের গণ্ডি পার করার নজির গড়বেন ভারতীয় এই তারকা। আপাতত রাহুল দ্রাবিড়, শচীন তেন্ডুলকর, রোহিত শর্মা এবং অজিঙ্কা রাহানের সঙ্গে যুগ্মভাবে এই তালিকায় শীর্ষে রয়েছেন তিনি। এদিকে, বিরাট কোহলিকেও টপকে যেতে পারেন শ্রেয়স আইয়ার। চোট সারিয়ে তিনি আবার ভারতীয় দলে ফিরে এসেছেন। সহ অধিনায়ক হিসেবে বরোদার মাঠে শ্রেয়স মাত্র ১ রানের জন্য অর্ধশতরান করতে পারেননি। শ্রেয়স ও বিরাট জুটি একটা বড় ইনিংস খেলেন। তাই, দ্বিতীয় একদিনের ম্যাচে শ্রেয়স ৩৪ রান করতে পারলেই একদিনের ক্রিকেটে ৩০০০ রান করবেন। এই মুহূর্তে তিনি একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ২৯৬৬ রান করেছেন। ফলে, রাজকোটের ম্যাচটা তাঁর কাছে অতন্ত্য গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। অবশ্য, একদিনের ক্রিকেটে দ্রুততম ৩০০০ রানের নজির রয়েছে শিখর ধাওয়ানের। তিনি ৭২ ইনিংসে এই নজির গড়েছিলেন। দ্বিতীয় স্থানে বিরাট কোহলি, তৃতীয় স্থানে লোকেশ রাহুল রয়েছেন। আর এখনও পর্যন্ত ৬৮ ইনিংসে শ্রেয়সের নামের পাশে রয়েছে ২৯৬৬ রান। সর্বোচ্চ ১২৮ রানে তিনি অপরাজিত ছিলেন। পাঁচটি শতরান রয়েছে তাঁর।

দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা প্রথম ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই করে হার স্বীকার করেন। তাই, দ্বিতীয় ম্যাচে জয়ের পথে ফিরতে তারা সবরকম চেষ্টা করবেন বলে মনে করা হচ্ছে। বিশেষ করে বোলাররা প্রতিপক্ষ দলের খেলোয়াড়দের চাপে রাখতে পারেন, তার ত্রুটি করবেন না। আসলে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তারাও চেষ্টা করছেন পুরো দলটাকে ঘুচিয়ে নিতে। নিউজিল্যান্ড অধিনায়ক অবশ্যই চেষ্টা করবেন ঘুরে দাঁড়াতে। হয়ত তার জন্য গোপন ছক তৈরি করবেন।