বিশ্বকাপের আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ভারতীয় দল। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে বর্তমানে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে ভারতীয় দল। ইতিমধ্যেই সিরিজ জিতে নিয়েছে তারা। এই সিরিজে ভারতের হয়ে ব্যাট হাতে নজর কেড়েছেন অভিষেক শর্মা, ঈশান কিশানের মতো তরুণ ব্যাটসম্যানরা। আর এবার জানা যাচ্ছে, বিশ্বকাপ শুরুর আগে একটি প্রস্তুতি ম্যাচে মাঠে নামবেন সূর্যকুমার যাদবরা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মুম্বইয়ের আগামী ৪ ফেব্রুয়ারি এই ম্যাচে মাঠে নামবে ভারত।
পাশাপাশি, ভারতের – এ দলও প্রস্তুতি ম্যাচ খেলবে। এইসময়ে আমেরিকা এবং নামিবিয়ার বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে আয়ুষ বাদোনি-প্রিয়াংশ আর্যদের বিরুদ্ধে খেলবেন তারা। হঠাৎ সুযোগ পাওয়া স্কটল্যান্ডের জন্যও দুটি প্রস্তুতি ম্যাচের ব্যবস্থা করা হয়েছে। আফগানিস্তান এবং নামিবিয়ার বিরুদ্ধে খেলবে তারা। তবে, বিশ্বকাপের আগে আলাদা করে কোনও প্রস্তুতি ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া। এই প্রসঙ্গে বলা যায়, বিশ্বকাপের আগে সবমিলিয়ে পনেরোটি প্রস্তুতি ম্যাচ খেলা হবে।
এদিকে, বিশ্বকাপের আগে আইসিসির ক্রমতালিকায় দাপট দেখাতে শুরু করেছেন ভারতীয় খেলোয়াড়রা। চলতি, ভারত-নিউজিল্যান্ড সিরিজে দুরন্ত ফর্মে রয়েছেন সূর্যকুমার যাদব। তার ফলস্বরূপ ফের একবার টি-টোয়েন্টি ক্রমতালিকায় প্রথম দশে ফিরলেন ভারত অধিনায়ক। ব্যাটসম্যানদের তালিকায় বর্তমানে সাত নম্বরে রয়েছেন তিনি। এছাড়াও, ক্রমতালিকায় নিজের শীর্ষস্থান বজায় রেখেছেন ভারতীয় ওপেনার অভিষেক শর্মা। এই সিরিজে মাঠে না নামলেও তৃতীয় স্থানে রয়েছেন তিলক বর্মা।