আজ দ্বিতীয় একদিনের ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর লড়াই ভারতের

প্রতিনিধিত্বমূলক চিত্র

দ্বিতীয় একদিনের ম্যাচে অধিনায়ক শুভমন গিলের ভারতীয় দল আজ মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। স্বাভাবিকভাবেই ভারতীয় দল কিছুটা চাপের মধ্যে রয়েছে। তার প্রধান কারণ হল, প্রথম একদিনের ম্যাচে পার্থের মাঠে ভারতে হারতে হয়েছে। ওই ম্যাচে দুই তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি ও রোহিত শর্মা দীর্ঘদিন বাদে ভারতীয় দলের জার্সি গায়ে মাঠে নামেন। সবাই আশা করেছিলেন, এই দুই ব্যাটসম্যানের কাছ থেকে বড় রানের অঙ্ক দেখতে পাওয়া যাবে। কিন্তু হতাশ হতে হয় ক্রিকেট ভক্তদের। বিরাট তো কোনও রানই করতে পারেননি, আর রোহিত ৮ রানে আউট হয়ে সোজা প্যাভিলিয়নের পথে ফিরে যান। তবুও এই দুই অভিজ্ঞ ক্রিকেটারের উপরে নির্ভর করে দ্বিতীয় ম্যাচে ভারতীয় দল ঘুরে দাঁড়াতে পারবে কিনা, তা নিয়ে বিস্তর জলঘোলা হচ্ছে। তবুও বলতে দ্বিধা নেই, কোহলি ও রোহিত দলে থাকার অর্থ অন্য খেলোয়াড়দের নির্ভরতা বাড়ে।

বুধবার ভারতীয় দলের ঐচ্ছিক অনুশীলনে ক্রিকেটাররা ব্যস্ত ছিলেন। বিশেষ করে রোহিত শর্মাকে দেখা গেল টানা ৪৫ মিনিট অনুশীলন করলেন আপন মনে। আসলে প্রথম একদিনের ম্যাচে অস্ট্রেলিয়ার বোলারদের মোকাবিলা করতে ব্যর্থ হয়েছেন। তাই নিজেকে আরও বেশি তৈরি করে নেওয়ার ক্ষেত্রে মনোনিবেশ করেছেন। সেই সময় কোচ গৌতম গম্ভীর বারবার রোহিতের দিকে তাকিয়ে ছিলেন। সঙ্গে দুই বিশেষজ্ঞ জয়ানন্দ গরানি ও রাঘবেন্দ্রও ছিলেন। রোহিত প্রথমে নেটে আসেন। এসে দেখেন মাটি বেশ স্যাঁতসেঁতে। তাই বল যদি ঠিকমতো লেংথে না পড়ে, সেক্ষেত্রে চোট লেগে যেতে পারে। সেই কারণে ওই নেটে অনুশীলন না করে পাশের নেটে রোহিত শর্মা মনোযোগ সহকারে অনুশীলন শুরু করে দেন। রোহিত যখন ব্যাট করছিলেন, তখন কোচ গৌতম গম্ভীর তাঁর আগ্রাসী ভূমিকা কেমন হয় তা প্রত্যক্ষ করছিলেন। তবে বিরাট কোহলি এদিন অনুশীলনে আসলেন না। তিনি হোটেলে বিশ্রামে ছিলেন। অনুশীলনে বেশ ব্যস্ততার মধ্যে সময় কাটালেন কুলদীপ যাদব ও প্রসিদ্ধ কৃষ্ণ। কথা ছিল অধিনায়ক শুভমন গিলও আসবেন নেটে। কিন্তু তিনিও অনুশীলনে আসেননি।

এখন প্রশ্ন হল, কুলদীপ যাদবরা হঠাৎ নেটে এসে শরীর গরম করলেন কেন? এই প্রশ্নের উত্তর সেইভাবে কোচ গৌতম গম্ভীর দিতে চাননি। তবে তাঁর শরীরী ভাষায় বেশ স্পষ্ট কুলদীপকে আরেকটু ভালো করে দেখে নেওয়া। যদি দ্বিতীয় ম্যাচে বোলার হিসেবে কোনও পরিবর্তন হয়, সেক্ষেত্রে কুলদীপের জায়গাটা পাকা হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু হঠাৎ দেখা গেল প্রধান নির্বাচক অজিত আগরকর নেটে ডেকে নিলেন যশস্বী জয়সওয়ালকে। যশস্বী যখন নেটে প্রবেশ করলেন, তার আগেই কিন্তু ব্যাট ছেড়ে বেরিয়ে গেছেন রোহিত শর্মা। দেখা গেল তিনি কার সঙ্গে কথা বলতে বলতে হোটেলে যাওয়ার জন্য বাসের দিকে চলেছেন। আগরকর ও কোচ গৌতম গম্ভীর বেশ কিছুটা সময় আলোচনায় ব্যস্ত ছিলেন। সেই সময় যশস্বী জয়সওয়ালকেও অংশ নিতে দেখা গেল।


অনেকেই ভাবছেন, যশস্বীকে ডেকে নেওয়ার অর্থ, তাহলে কি কোনও ওপেনার বদল হতে পারে? আর ওপেনার হিসেবে দলের পরিবর্তন আনতে গেলে রোহিত শর্মার নামটাই বড় করে দেখা দিতে পারে। আবার এও দেখা গেছে, কোচ গৌতম গম্ভীর তরুণ ব্রিগেডের উপরেই বড় ভরসা রাখছেন, তা যাই হোক না কেন। দ্বিতীয় ম্যাচে সেইভাবে দলে কোনও পরিবর্তন থাকবে কিনা, তা বড় গলায় বলা যাচ্ছে না।

অন্যদিকে, সাংবাদিক বৈঠকে ভারতের ব্যাটিং কোচ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বিরাট কোহলি ও রোহিত শর্মার ফর্ম নিয়ে নতুন করে কিছু বলার নেই। ওঁদের ব্যাটিং দেখে কোনও সময়ের জন্য মনে হয়নি কোনও জড়তা লুকিয়ে রয়েছে। অস্ট্রেলিয়া আসার আগে ভালো প্রস্তুতি নিয়েছিলেন এই দুই ক্রিকেটার। সেই কারণে বলতে দ্বিধা নেই ভালো ছন্দে রয়েছেন। ক্রিকেট মাঠে যে কোনও সময় যে কেউ আউট হয়ে যেতে পারেন, তাই বলে তিনি ছন্দে নেই, এটা ভাবাটা বুল। গত মঙ্গলবার বিরাটকে নেটে দারুণভাবে দেখতে পাওয়া গেছে। আশা করা যায় দ্বিতীয় ম্যাচে অবশ্যই ঘুরে দাঁড়াবেন এই দুই ক্রিকেট তারকা। অলরাউন্ডার হিসেবে হার্দিক পাণ্ডিয়ার না থাকাটা অবশ্যই দলের কাছে বড় ধাক্কা। সেই জায়গায় নীতীশ রেড্ডি এসেছেন। আশা করব তাঁর কাছ থেকে ইতিবাচক খেলা দেখতে। এটা মনে রাখতে হবে, সবসময়ই দলে একজন ভালো অরলাউন্ডারের প্রয়োজন। হার্দিকের মতো ক্রিকেটারকে না পাওয়ায় একটা শূন্যস্থান তৈরি হয়েছে।

এদিকে অ্যাডিলেডের আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে, বৃষ্টির সম্ভাবনা একেবারেই নেই। হঠাৎ যদি আকাশে মেঘ সৃষ্টি হয়, সেক্ষেত্রে ঝিরঝিরে বা হালকা বৃষ্টি হলেও হতে পারে। তাপমাত্রা থাকবে ১৯ ডিগ্রির কাছাকাছি। তাই এই পরিস্থিতিতে বলতে পারা যায় অত্যন্ত মনোরম পরিবেশে ভারত ও অস্ট্রেলিয়ার দ্বিতীয় একদিনের ম্যাচ অনুষ্ঠিত হবে।