ফিফা ক্রম তালিকায় ভারত আরও এক ধাপ নেমে গেল। আর দীর্ঘ ১১ বছর বাদে শীর্ষস্থান দখল করে নিল স্পেন। এতদিন এক নম্বরে স্থান ছিল বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার। আর আর্জেন্টিনা দু’ধাপ পিছিয়ে পড়ল। তাদের জায়গা হল তৃতীয় স্থানে। ভারতীয় দলের জায়গা হয়েছে ১৩৪তম স্থানে। ব্রাজিলও অবশ্য নেমে গিয়েছে।
সম্প্রতি বুলগেরিয়া ও তুরস্কের বিরুদ্ধে বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বে জয়লাভ করেছে স্পেন। পাশাপাশি, গত বছর ইউরোপ কাপও জিতেছিল তারা। যার ফলে বিশ্ব ফুটবলে যুবরাজ লিওনেল মেসির আর্জিন্টিনাকে তৃতীয় স্থান নিয়ে সন্তুষ্ট থাকতে হল। আসলে বলিভিয়ার কাছে হেরে যাওয়ার পর তাদের র্যা ঙ্কিংয়ে ধাক্কা লেগেছে। প্রথম দশটি দলের মধ্যে জায়গা করে নিয়েছে ক্রোয়েশিয়া ও ইতালি। তবে পর্তুগাল পাঁচনম্বরে চলে এসেছে। আর ব্রাজিলের জায়গা হয়েছে প্রথম ছয়ে। তারা যথাক্রমে নয় ও দশে স্থান পেয়েছে। জার্মানিও তিন ধাপ পিছিয়ে চলে এসেছে দ্বাদশতম স্থানে।
এখানে উল্লেখ করা যেতে পারে কাফা নেশনস কাপে ভারতীয় দল কাজিকিস্তান ও ওমানের বিরুদ্ধে জিতলেও পিছিয়ে পড়তে হয়েছে ফিফা ক্রম তালিকায়। বরঞ্চ উপরে উঠে এসেছে কঙ্গো।
এদিকে বৃহস্পতিবারই স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো স্যাঞ্চেজ জানিয়েছেন, ইজরায়েল যদি ২০২৬ বিশ্বকাপের যোগ্যতা-অর্জন করে তাহলে প্রতিযোগিতা থেকেই নাম তুলে নেবেন তাঁরা। বর্তমানে, গ্রুপ পর্বের দুটি ম্যাচ জিতে শীর্ষস্থানে রয়েছে স্পেন। অন্য গ্রুপে তৃতীয় স্থানে রয়েছে ইজরায়েল। ফলে, সরাসরি না হলেও প্লে-অফের মাধ্যমে বিশ্বকাপের মূলপর্বে খেলার একটা সম্ভবনা রয়েছে তাদের। সে কারণেই এই মন্তব্য করেছেন স্যাঞ্চেজ।
তাঁর মতে, গাজার মানুষের প্রতি যে আচরণ করছে ইজরায়েল, তাতে বিশ্বকাপের মতো প্রতিযোগিতা তাদের অংশ নিতে দেওয়াই উচিত নয়। শুধু তাই নয়, স্যাঞ্চেজের মতে, তাদের সবধরণের প্রতিযোগিতা থেকে বাদ দেওয়া উচিত।