আসন্ন অস্ট্রেলিয়া সফরের জন্য তিনটি একদিনের ম্যাচ, টি-টোয়েন্টি ম্যাচ ও একটি টেস্ট ম্যাচের মহিলা দল ঘোষণা করল বিসিসিআই। মহিলা প্রিমিয়ার লিগ শেষ হলেই কঠিন চ্যালেঞ্জ হরমনপ্রীত কৌর, স্মৃতি মান্ধানাদের সামনে। ঘরের মাঠে হোক বা বিদেশে, সম্প্রতি সীমিত ওভারের ক্রিকেটে সাফল্য পেয়েছে ভারতের মহিলা ক্রিকেট দল। তবে চিন্তা বাড়াচ্ছে টেস্ট ম্যাচ। কারণ, ২০২৪ সালের পরে আর একটাও টেস্ট ম্যাচ খেলেননি হরমনপ্রীতরা। তাই অস্ট্রেলিয়ার মাটিতে কঠিন চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে তাঁদের।
এই টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করল বিসিসিআই। চোটের জন্য বাইরে থাকলেও ডাক পেয়েছেন প্রতীকা রাওয়াল। দলে রয়েছে আরও দুই নতুন মুখ। ২০২৬ সালে তিনটি টেস্ট খেলার কথা টিম ইন্ডিয়ার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে সেই সূচি। এর আগে কখনওই অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট ম্যাচ জেতেনি ভারতের মহিলা ক্রিকেট দল। তাই নতুন চ্যালেঞ্জ হরমনপ্রীতদের সামনে। তবে সুখবর ভারতের ক্রিকেটপ্রেমীদের জন্য।
একদিনের ক্রিকেট বিশ্বকাপে পাওয়া চোট সারিয়ে ফিরছেন প্রতীকা রাওয়াল। এই প্রথম ভারতের টেস্ট দলে ডাক পেলেন তিনি। একদিনের ক্রিকেটে প্রতীকার পারফরম্যান্স নজরকাড়া। ২৪ ম্যাচে ৫০.৪৫ গড়ে ১১১০ রান করেছেন। তাই টেস্ট টিমে তাঁর ডাক পাওয়া ছিল সময়ের অপেক্ষা।
এই প্রথম টেস্ট টিমে সুযোগ পেলেন বৈষ্ণবী শর্মা। ২০২৫ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নজর কেড়েছিলেন তিনি। সিনিয়র দলের হয়ে অভিষেকের পরে ভালো পারফর্ম করেছেন টি-টোয়েন্টি ম্যাচে। এ বার এই বাঁহাতি স্পিনার সুযোগ পেলেন টেস্ট দলে। আর এক অভিজ্ঞ পেসার ক্রান্তি গৌড়ও রয়েছেন স্কোয়াডে।
একদিনের ম্যাচ ও টি-টোয়েন্টি ফর্ম্যাটে ভারতীয় দলের নিয়মিত সদস্য হলেও এই প্রথম ডাক পেলেন টেস্ট দলে। জায়গা পেয়েছেন মুম্বইয়ের পেসার সায়লি সাতঘরে। এ ছাড়াও স্মৃতি, জেমাইমা, শেফালি, রিচাদের মতো তারকারা রয়েছেন টিমে।