আইএফএ গভর্নিং বডির সভায় বৃহস্পতিবার তুমুল শোরগোল। এদিন আইএফএ-র লিগাল কমিটি গঠনের সময় প্রচুর বাকবিতণ্ডা তৈরি হয়। আইনজীবীদের সঙ্গে ওই কমিটিতে সচিব অনির্বান দত্তের পরিবারের অধিরাজ দত্তকে সংযুক্ত করা হয়, তখনই প্রশ্ন ওঠে কেন তাঁকে এই কমিটিতে রাখা হয়েছে? এর আগেই সুপ্রিম কোর্ট নির্দেশিত নতুন সংবিধান তৈরি হয়েছে, তা ইতিমধ্যেই সারা ভারত ফুটবল ফেডারেশন গ্রহণ করেছে। পাশাপাশি, এই সংশোধিত সংবিধান সমস্ত রাজ্য ফুটবল সংস্থাকে দিয়ে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব তা প্রয়োগ করা হোক। কিন্তু কয়েকটি সংস্থা এ বিষয়ে পদক্ষেপ নিলেও আইএফএ এখনও পর্যন্ত নীরব ভূমিকা পালন করছে।
সেই সংবিধানে স্পষ্ট বলা হয়েছে, দায়িত্বপ্রাপ্ত সচিব, সভাপতি বা কোষাধ্যক্ষের পরিবারের কাউকেই কোনও কমিটিতে রাখা যাবে না। তাহলে কেন অধিরাজ দত্তকে রাখা হয়েছে, এ প্রশ্নও উঠেছে। একটা সময় সভা থেকে বলা হয়, এখনও পর্যন্ত যখন সংবিধান কার্যকরী হয়নি, তখন অসুবিধাটা কোথায়? ওই সভাতে বেশকিছু সদস্য বলতে থাকেন, এখনও যখন এই নির্দেশিকা চালু হয়নি, তখন এই প্রশ্ন উঠতে পারে না। তারপরেই দেখা যায়, সহসভাপতি সৌরভ পাল একটু অন্যভাবে বলতে চেষ্টা করেন।
তিনি বলেন, আমরা কখনওই চাই না, বাংলার ফুটবলের স্বার্থে সভাপতি অজিত ব্যানার্জি ও চেয়ারম্যান সুব্রত দত্ত বাইরে থাকুন। তাই এমন কোনও একটা পদ তৈরি করা হোক, যেখানে অজিত ব্যানার্জিকে দায়িত্ব দেওয়া হোক। সহসভাপতি সৌরভ আরও বলেন, এখনও পর্যন্ত আইএফএ-র অফিসে সভাপতির কোনও আলাদা কক্ষ নেই। ইতিমধ্যেই আইএফএ দপ্তরে অনেক পরিবর্তন হয়েছে।
কিন্তু সভাপতির কক্ষটা কেন তৈরি হল না? এর উত্তর না পেয়েই দেখা গেল সহসভাপতি সৌরভ পাল সভা ছেড়ে বেরিয়ে যান। পরবর্তী সময়ে তিনি অভিযোগ করেন, আইএফএ যেভাবে চলছে, তা মেনে নেওয়া সম্ভব নয়।