আইএফএ শিল্ডের প্রস্তুতি তুঙ্গে

দীর্ঘ তিনবছর বাদে ফের একবার অনুষ্ঠিত হতে চলেছে আইএফএ শিল্ড। আগামী ৮ অক্টোবর থেকে শুরু হবে এই প্রতিযোগিতা। মোট ছয়টি দল এবারের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। কলকাতা থেকে ইস্টবেঙ্গল, মোহনবাগান ছাড়াও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে ইউনাইটেড এফসি।

এছাড়াও, আইলিগের তিন দলকেও ইতিমধ্যেই চূড়ান্ত করে ফেলেছে আইএফএ। তারা হল-গোকুলাম কেরালা, শ্রীনিধি ডেকান এফসি ও নামধারী ফুটবল ক্লাব। আপাতত আনুষ্ঠানিক ঘোষণা বাকি। আজ হয়তো তাঁদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ছয় দলের নাম ঘোষণা করা হতে পারে। এই ছ’টি দলকে মূলত দুটি গ্রুপে ভাগ করা হবে। ড্রয়ের মাধ্যমে এই গ্রুপ বিন্যাস করা হবে। প্রতিটি গ্রুপের সেরা দুই দল নকআউটে খেলার ছাড়পত্র আদায় পাবে। সেখান থেকে বিজয়ী দুই দল ফাইনালে মুখোমুখি হবে।