ভ্যাকসিন নেবো না, প্রয়োজনে খেলা ছেড়ে দেবো: জোকার

নােভাক জোকোভিচ (Xinhua/Nicolas Marie/IANS)

টেনিস দুনিয়ার তারকা খেলোয়াড় নোভাক জোকোভিচ কোনওভাবেই করোনা ভাইরাসের ভ্যাকসিন নেবেন না তা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন। সেই কারণে অস্ট্রেলিয়া ওপেনে খেলতে যাওয়াটা তার কাছে সমস্যা হতে পারে। যদি জোর করে ভ্যাকসিন নেওয়ার কথা বলা হয় সে ক্ষেত্রেও তিনি কোনওভাবেই এই ভাবনাতে জড়াতে চাইছেন না।

বলেছেন, প্রয়োজনে টেনিস কোর্ট থেকে বেরিয়ে যাব অর্থাৎ খেলা থেকে নিজেকে সরিয়ে নেব তবুও আমি ভ্যাকসিন নেব না। ফরাসি ওপেনের সময় এমনই ঘটনা ঘটেছে তখনও নিজের সিদ্ধান্তে অনড় ছিলেন জোকোভিচ।

কিন্তু কেন তিনি ভ্যাকসিন নেবেন না তা তিনি স্পষ্ট করে বলতে চাইছেন না। নিজের সিদ্ধান্ত অবশ্যই তা নিয়ে কোনও সন্দেহ নেই। এটা তাঁর ব্যক্তি স্বাধীনতা। তিনি মনে করেন ট্রফি জয়টা তাঁর কাছে বড় নয়। নিজের শরীর তাঁর কাছে গুরুত্বপূর্ণ।


ভ্যাকসিনের ব্যাপারে তিনি বলেছেন, আমি কোনওভাবেই এর বিরোধী নই। কিন্তু বাধ্যতামূলক সিদ্ধান্তে আপত্তি আছে। কেউ যদি ভ্যাকসিন না নেয় তা তো তাঁর নিজস্ব ব্যাপার।