হৃদরোগে আক্রান্ত ‘হরিয়ানার হ্যারিকেন’ কপিল দেব

কপিল দেব (Photo: IANS)

অসুস্থ ১৯৮৩ সালের ক্রিকেট বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক এবং বিশ্বের সর্বকালের সেরা ক্রিকেট অল-রাউন্ডারের অন্যতম কপিল দেব। গতকাল রাতে  হৃদরোগে আক্রান্ত হয়ে দিল্লির এক হাসপাতালে ভর্তি হয়েছিলেন ‘হরিয়ানার হ্যারিকেন’।

তবে হাসপাতালের তরফ জানানো হয়েছে প্রাক্তন ভারতীয় অধিনায়কের অ্যাঞ্জিওপ্লাস্টি হয়েছে। এই মুহূর্তে তিনি বিপদমুক্ত এবং তার শারীরিক অবস্থাও স্থিতিশীল। ৬১ বছর বয়েসি কিংবদন্তি প্রাক্তন ভারতীয় ক্রিকেটার কপিল দেব বিগত বেশ কয়েক বছর যাবৎ ডায়াবেটিস জনিত নানান শারিরিক সমস্যায় ভুগছিলেন।

কিন্তু কপিলের আকস্মিক এই অসুস্থায় হতবাক ও চিন্তামগ্ন সমগ্র ক্রিকেটজগত  আর তার ভক্তকুল। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন প্ল্যাটফর্মে ভারতীয় ক্রিকেটের ভক্তরা তার দ্রুত আরোগ্য কামনা করছেন।