হরমনপ্রীত কৌরকে সাম্মানিক ডিলিট

বিশ্বজয়ী অধিনায়ক হরমনপ্রীত কৌরকে সাম্মানিক ডিলিট পুরস্কার দেবে যাদবপুর বিশ্ববিদ্যালয়। বৃহস্পতিবার তাদের পক্ষ থেকে একথা ঘোষণা করা হয়েছে।

জানা গিয়েছে, আগামী ২৪ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে তাঁকে এই সম্মান প্রদান করা হবে।‌ তাঁর হাতে এই সম্মান তুলে দেবেন বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য। বৃহস্পতিবার রাজ্যপাল সি ভি আনন্দ বোসের সঙ্গে বৈঠকে এই প্রস্তাব দেন উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য।
মৌখিকভাবে নাকি এই প্রস্তাবে সম্মতিও দিয়েছেন রাজ্যপাল।