সেরা একাদশে নেই হরমনপ্রীত ও রিচা

প্রতিনিধিত্বমূলক চিত্র

এই প্রথমবার দেশের হয়ে বিশ্বকাপ জিতেছেন অধিনায়ক হরমনপ্রীত কৌর। অথচ, আইসিসির সেরা একাদশে স্থান পেলেন না তিনি। তবে, শুধু একা হরমনপ্রীত নন আইসিসির সেরা একাদশে স্থান হয়নি বাংলার উইকেটরক্ষক রিচা ঘোষেরও। ২০২৫ সালের একদিনের বিশ্বকাপ শেষ হওয়ার পরেই ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার পক্ষ থেকে এই তালিকা প্রকাশ করা হয়েছে। সেখানে খেতাব জয়ী ভারতীয় দল থেকে স্থান পেয়েছেন মাত্র তিনজন ক্রিকেটার। স্মৃতি মান্ধানা, জেমিমা রদ্রিগেজ ছাড়াও অলরাউন্ডার দীপ্তি শর্মা এই তালিকায় রয়েছেন।

পাশাপাশি রানার্স আপ দক্ষিণ আফ্রিকা দলেরও তিনজন ক্রিকেটার রয়েছেন আইসিসির সেরা একাদশে। অধিনায়ক লরা উলভার্ট, মারিজান কাপের সঙ্গে এই তালিকায় জায়গা পেয়েছেন অলরাউন্ডার নাদিন ডি ক্লার্ক। ফাইনালে হারলেও নজর কেড়েছিলেন প্রোটিয়া অধিনায়ক লরা উলভার্ট। তাঁর ব্যাট থেকে দুরন্ত শতরান আসে। ফলে, ট্রফি না জিতলেও তাঁকেই আইসিসির সেরা একাদশের অধিনায়ক নির্বাচিত করা হয়েছে।

এদিকে, সেমিফাইনালে ভারতের কাছে হেরে বিদায় নিলেও সেরা একাদশে অস্ট্রেলিয়ার তিন ক্রিকেটার স্থান পেয়েছেন। অ্যানাবেল সাদারল্যান্ড, আলানা কিং এবং অ্যাশলি গার্ডনার রয়েছেন এই দলে। এছাড়াও, পাকিস্তান ও ইংল্যান্ডের একজন ক্রিকেটার রয়েছে সেরা এই একাদশে। ঘোষিত এই ১১ জনের দলে তিনজন অভিজ্ঞ ক্রিকেটার, চার অল রাউন্ডার, একজন উইকেটরক্ষক ও দু’জন অভিজ্ঞ স্পিনারকে রাখা হয়েছে। এই প্রসঙ্গে বলা যায়, পাকিস্তানের উইকেটরক্ষক সিদরা নাওয়াজ বিশ্বকাপের মঞ্চে ব্যাট হাতে করেছেন মাত্র ৬২ রান। পাশাপাশি চারটি ক্যাচ ধরেছেন ও চারটি স্ট্যাম্প করেছেন। তারপরেও জায়গা করে নিয়েছেন আইসিসি’র সেরা একাদশে। অন্যদিকে, ভারতের উইকেটরক্ষক রিচা ঘোষ ২৩৫ রান করেও উইকেটরক্ষক হিসাবে সেরা একাদশে জায়গা পাননি। যা নিয়ে স্বাভাবিকভাবেই তৈরি হয়েছে বিতর্ক।


আইসিসির সেরা একাদশ : লরা উলভার্ট (দক্ষিণ আফ্রিকা, অধিনায়ক), স্মৃতি মান্ধানা (ভারত), জেমাইমা রডরিগেজ (ভারত), দীপ্তি শর্মা (ভারত), নাদিন ডি ক্লার্ক (দক্ষিণ আফ্রিকা), মারিজান কাপ (দক্ষিণ আফ্রিকা), অ্যাশলি গার্ডনার (অস্ট্রেলিয়া), অ্যানাবেল সাদারল্যান্ড (অস্ট্রেলিয়া), আলানা কিং (অস্ট্রেলিয়া), সিদরা নাওয়াজ (পাকিস্তান), সোফি ইকলেস্টোন (ইংল্যান্ড)। দ্বাদশ ক্রিকেটার— ন্যাট শিভার ব্রান্ট (ইংল্যান্ড)