টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছেন হরমনপ্রীত ও মান্ধানারা

প্রতিনিধিত্বমূলক চিত্র

আগামী জুন মাসে শুরু হতে চলেছে এবারের মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট। সেই কথা মাথায় রেখে একটি বিশেষ পাঁচ ম্যাচের সিরিজ আয়োজন করল ভারতীয় ক্রিকেট বোর্ড। তাই আগামী এপ্রিল মাসে দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছেন হরমনপ্রীত কৌররা।

সিরিজ়ের প্রথম দু’টি ম্যাচ হবে ডারবানে। ১৭ এবং ১৯ এপ্রিল হবে ম্যাচ দু’টি। সিরিজ়ের তৃতীয় এবং চতুর্থ ম্যাচ হবে জোহানেসবার্গে ২২ এবং ২৫ এপ্রিল। ২৭ এপ্রিল সিরিজ়ের পঞ্চম ম্যাচটি হবে বেনোনিতে।

দক্ষিণ আফ্রিকার আগে ফেব্রুয়ারি-মার্চে অস্ট্রেলিয়া সফরে যাবে ভারতের মহিলা ক্রিকেট দল। সেখানে তিন ধরনের ফর্ম্যাটে ক্রিকেট খেলবেন তাঁরা। তিনটি টি-টোয়েন্টি, তিনটি এক দিনের ম্যাচ এবং একটি টেস্ট ম্যাচ খেলবে দু’দল। বিশ্বকাপের আগে ইংল্যান্ডের বিরুদ্ধেও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ় খেলবেন হরমনপ্রীতেরা। বিশ্বকাপে ভারতের সঙ্গে গ্রুপ ওয়ানে রয়েছে দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, পাকিস্তান এবং যোগ্যতা অর্জনকারী দু’টি দল। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের এক দিনের সিরিজ় এবং একটি টেস্ট খেলার কথা রয়েছে হরমনপ্রীত, মন্ধানাদের।


স্বাভাবিকভাবেই দক্ষিণ আফ্রিকার সিরিজটা ভারতীয় মহিলা ক্রিকেট দলের কাছে বাড়তি পাওনা। শুধু তাই নয়, বিশ্বকাপ ক্রিকেটের আগে এই সফর হবে দল গঠনের বড় হাতিয়ার। কোন কোন খেলোয়াড় পুরোপুরি ফিট রয়েছেন, তা যেমন প্রত্যক্ষ করা যাবে, আবার কোথায় ভুলত্রুটিগুলি রয়েছে, সেটাও জানা যাবে। নিশ্চয়ই নির্বাচকমণ্ডলীর সদস্যরা শক্তিশালী ভারতীয় দল গঠন করবেন এবং গত বারের চ্যাম্পিয়ন খেতাব ধরে রাখার জন্য সবরকম পরিকাঠামো তৈরি করবেন বলে বিশ্বাস।