একদিনের দলে ফিরতে পারেন গিল, সম্ভবত বাদ পড়ছেন ঋষভ

প্রতিনিধিত্বমূলক চিত্র

কিছুদিন আগেই টি-টোয়েন্টি বিশ্বকাপ ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের জন্য ভারতীয় দল ঘোষিত হয়েছে। তবে, সেইসময় ঘরের মাঠে কিউইদের বিরুদ্ধে একদিনের সিরিজের জন্য দল ঘোষণা করেননি নির্বাচকরা। তখন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, ডিসেম্বরের শেষ সপ্তাহে একদিনের দল ঘোষণা করা হতে পারে। যদিও, দল ঘোষণা সম্ভবত আরও কিছুটা পিছোচ্ছে। জানা গিয়েছে, নতুন বছরের শুরুতেই একদিনের দল ঘোষণা করা হবে। আসলে, একদিনের দল ঘোষণার আগে বিজয় হাজারে ট্রফির আরও কয়েকটা ম্যাচ দেখে নিতে চাইছে নির্বাচকরা। তাই, দল ঘোষণার সময় কিছুটা পিছিয়ে দেওয়া হয়েছে। মনে করা হচ্ছে, নতুন বছরের ২ থেকে ৪ জানুয়ারির মধ্যে দল ঘোষণা হতে পারে।

এদিকে, টি-টোয়েন্টি দলে না থাকলেও একদিনের দলে ফিরতে চলেছেন অধিনায়ক শুভমন গিল। চোট থাকায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজে মাঠে নামতে পারেননি তিনি। তাঁর বদলে দলকে নেতৃত্ব দিয়েছিলেন কে এল রাহুল। তবে, গিল ফিরলে যে ঋতুরাজ গাইকোয়াড় বা যশস্বী জয়সওয়ালের মধ্যে একজনকে সম্ভবত দলের বাইরে থাকতে হবে, তা বলাই বাহুল্য। অন্যদিকে, এখনই হয়তো মাঠে ফেরা হচ্ছে না শ্রেয়স আইয়ারের। তাঁর চোট এখনও পুরোপুরি সারেনি। পাশাপাশি, টি-টোয়েন্টির পর সম্ভবত একদিনের দলেও ফিরতে চলেছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান ঈশান কিশান।

বর্তমানে, ঘরোয়া ক্রিকেটে দুরন্ত ফর্মে রয়েছেন তিনি। তারই পুরস্কার হিসেবে একদিনের দলের জন্য ইতিমধ্যেই তাঁকে ভাবতে শুরু করেছে নির্বাচকরা। সেক্ষেত্রে হয়তো একদিনের দল থেকে বাদ পড়তে হবে ঋষভ পন্থকে। এতদিন দ্বিতীয় উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে দলে থাকতেন তিনি। যদিও, পন্থ শেষবার ভারতের জার্সিতে ২০২৪ সালে একদিনের ম্যাচে মাঠে নেমেছিলেন। প্রায় দীর্ঘ একবছরেরও বেশি সময় একদিনের ক্রিকেটে জাতীয় দলের বাইরে রয়েছেন তিনি। তাই হয়তো পন্থকে বাইরে রেখেই দল ঘোষণা করতে পারে নির্বাচকরা।