বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের শেষ ম্যাচে বড় জয় পেল ইউরোপের অন্যতম শক্তিশালী দুই দল জার্মানি ও নেদারল্যান্ডস। এরফলে, আগামী ২০২৬ বিশ্বকাপের মূলপর্বে পৌঁছে গেলো তারা। সোমবার রাতে গ্রুপ এ’র ম্যাচে ঘরের মাঠে স্লোভাকিয়াকে ৬-০ গোলে হারিয়ে দিল জার্মানি। এর আগে অ্যাওয়ে ম্যাচে স্লোভাকিয়ার কাছে অপ্রত্যাশিতভাবে হেরে গিয়েছিল তারা।
ফলে, এই ম্যাচটি এককথায় বদলার ম্যাচ ছিল জার্মানির কাছে। আর সেই ম্যাচেই কার্যত জ্বলে উঠলেন জার্মান তারকা লেরয় সানে। এদিন খেলার শুরু থেকেই দাপট দেখাতে থাকে জুলিয়ান নাগেলসম্যানের দল। তাদের আক্রমণে রীতিমতো কেঁপে যায় স্লোভাকিয়ার রক্ষণভাগ। সেই সুযোগ কাজে লাগিয়ে খেলার ১৮ মিনিটের মধ্যেই জার্মানিকে এগিয়ে দেন নিক অল্টেমেড। এরপরেই জার্মান ঝড়ের মুখে পরে কার্যত উড়ে গেল স্লোভাকিয়া। ২৯ মিনিটে ব্যবধান ২-০ করেন সের্গে গ্যানাব্রি। এরপর ৩৬ মিনিটে নিজের প্রথম ও দলের হয়ে তৃতীয় গোল করে যান লেরয় সানে। এর মিনিট পাঁচেকের মধ্যেই ফের গোল জার্মান তারকার। খেলার ৪১ মিনিটে জার্মানির হয়ে চতুর্থ গোলটি করেন তিনি। ওই ৪-০ গোলেই শেষ হয় প্রথমার্ধের খেলা।
বিরতির পর আর কোনও প্রতিরোধ গড়ে তুলতে পারেনি স্লোভাকিয়া। বরং, ৬৭ মিনিটে জার্মানির হয়ে পঞ্চম গোলটি করেন রিডল বাকু। এরপর, ৭৯ মিনিটে স্লোভাকিয়ার কফিনে শেষ পেরেকটি পোঁতেন আসান উইদ্রাওগো। এই জয়ের ফলে, ১৫ পয়েন্ট নিয়ে গ্রুপ এ’র শীর্ষে থেকে বিশ্বকাপের মূলপর্বের ছাড়পত্র পেল জার্মানি। ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে স্লোভাকিয়া।
অন্যদিকে, বিশ্বকাপের যোগ্যতা অর্জন করল নেদারল্যান্ডসও। গ্রুপ-জি’তে নিজেদের শেষ ম্যাচে লিথুয়ানিয়ার বিরুদ্ধে ৪-০ গোলে ম্যাচ জিতল তারা। ম্যাচের ১৬ মিনিটে তাদের হয়ে প্রথম গোল করে যান তিজ্জানি রেন্ডার্স। ওই ১-০ অবস্থায় শেষ হয় প্রথমার্ধের খেলা।
এরপর দ্বিতীয়ার্ধের ৫৮ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান ২-০ করেন কর্ডি গাপকো। এর দু’মিনিটের মধ্যেই ডাচদের হয়ে তৃতীয় গোলটি করেন জাভি সিমন্স। ৬২ মিনিটে শেষ গোলটি আসে ডনেল মালেনের পা থেকে। এই প্রসঙ্গে বলা যায়, এবারের বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বে একটিও ম্যাচ হারেনি নেদারল্যান্ডস। এদিকে, ৪৮ দেশের মধ্যে বিশ্বকাপের মূলপর্বে ইতিমধ্যেই জায়গা করে নিয়েছে ৩৪ দেশ।