টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে আচমকাই বাদ দেওয়া হয়েছে ভারতীয় দলের সহ-অধিনায়ক শুভমন গিলকে। নির্বাচক প্রধান অজিত আগারকার ও অধিনায়ক সূর্যকুমার যাদব মুখে যতই দলের কম্বিনেশনের কথা বলুক না কেন, গিলের বিশ্বকাপ দল থেকে বাদ পড়া নিয়ে বিতর্ক কিছুতেই থামছে না। বিষয়টি নিয়ে বোর্ডের এক কর্তা জানান, দল থেকে বাদ পড়ার কথা নাকি আগে থেকে জানতেন না শুভমন।
তবে, লখনউয়ে চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচ ভেস্তে যাওয়ার পরেই নাকি কার্যত ঠিক হয়ে গিয়েছিল গিলের ভবিষ্যৎ। বোর্ডের ওই কর্তা আরও বলেন, আমেদাবাদে পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচে শুভমন খেলার মতো অবস্থায় থাকলেও তাঁকে ইচ্ছাকৃতভাবে মাঠে নামানো হয়নি। এরফলে, স্বাভাবিকভাবেই শুরু হয়েছে বিতর্ক।
প্রশ্ন উঠতে শুরু করেছে, যে গিলকে এশিয়া কাপের আগে হঠাৎ করে সহ-অধিনায়কের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব তুলে দেওয়া হল, তারপর কি এমন হলো যে কয়েকমাস যেতে না যেতেই তাঁকে বিশ্বকাপ দল থেকেই বাদ দিতে হল ? যদিও বিষয়টি নিয়ে আপাতত মুখে কুলুপ এঁটেছেন ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর। শনিবার দল ঘোষণার পর দিল্লি বিমানবন্দরে গিলের বাদ পড়া নিয়ে গম্ভীরের কাছে জানতে চাওয়া হলে কোনও জবাব দেননি তিনি।
এদিকে, সদ্য শেষ হওয়া দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে একেবারেই নিজের চেনা ফর্মে দেখা যায়নি অধিনায়ক সূর্যকুমার যাদবকে। তবে, শুধু এই সিরিজেই নয় চলতি বছরের শুরু থেকে এখনও অবধি ১৯ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে ব্যাট হাতে সূর্যের অবদান ২১৮ রান। তাই মনে করা হচ্ছে, শুভমনকে বাদ দিয়ে আসলে ঘুরিয়ে সূর্যকুমারকেই বার্তা দিতে চাইলেন অজিত আগারকারের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি। বোর্ডের এক কর্তা বলেন, সূর্য যদি এ ভাবে ক্রমাগত ব্যর্থ হতে থাকে, তা হলে সাজঘরে ওর অবস্থান ক্রমশ দুর্বল হয়ে যাবে।