আইএসএল কি হবে? প্রশ্নের উত্তর এখনও অজানা ক্লাবকর্তা থেকে শুরু ফুটবলার এমনকি ফেডারেশন কর্মকর্তাদেরও। দেশের শীর্ষ লিগ চালু করতে ফেডারেশন কর্তারা যে প্রচেষ্টা করছেন না, তা নয়। কিন্তু, একটা শীর্ষস্থানীয় লিগ আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা এখনও করে উঠতে পারেনি তারা। ক্লাব জোট হোক বা কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক কেউই সমাধানসূত্র দিতে ব্যর্থ। ফলে, ফের একবার উঠে আসছে এফএসডিএলের নাম।
জানা গিয়েছে, ক্লাব এবং তিন সদস্যের কমিটি যেভাবে আইএসএল করার পরিকল্পনা করছে, সেই পরিকল্পনা অনুযায়ী এফএসডিএলের অসুবিধা থাকার কথা নয়। তারাও লিগ আয়োজনে বেশ আগ্রহী, তা বলাই বাহুল্য। এদিকে, নতুন বছরের শুরুর দিকেই টেন্ডার ডাকতে পারে ফেডারেশন। আইএসএল আয়োজনের জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিতে চাইছে এআইএফএফ কর্তারা। পাশাপাশি, তিন সদস্যের কমিটির প্রস্তাব বেশ পছন্দ হয়েছে এফএসডিএলের। কারণ, এই পদ্ধতিতে লিগ আয়োজন হলে ক্লাব, কমার্শিয়াল পার্টনার ও ফেডারেশন সবার কাছেই কিছু না কিছু শেয়ার থাকবে। তাই আইএসএল নিয়ে কিছুটা হলেও আশার আলো দেখা যাচ্ছে বলেই মনে করা হচ্ছে।
যদিও, প্রশ্ন উঠছে এবার যদি আইএসএল হয়, তা কিভাবে বা কোন ফরম্যাটে হবে। আগেই বিষয়টি নিয়ে তিন সদস্যের কমিটি জানিয়েছিল, দুটি বা তিনটি নির্দিষ্ট ভেন্যুতে যাতে এবারের লিগ আয়োজন করা হয়। তাহলে, ক্লাবগুলির ক্ষেত্রে এক শহর থেকে অন্য শহরে যাতায়াতের খরচা যেমন কমবে, তেমনই আয়োজকদের ও বেশকিছুটা সুবিধা হবে। যা বেশ পছন্দ হয়েছে ফেডারেশন কর্তাদের। একইসঙ্গে, হয়তো এবারের লিগে হোম-আওয়ে ফরম্যাটে ম্যাচ হবে না।
ম্যাচের সংখ্যাও সম্ভবত কমতে চলেছে। সেক্ষেত্রে, কিভাবে এফসির স্লট পাওয়া যাবে, তা নিয়ে ক্লাবগুলি ইতিমধ্যেই ফেডারেশনের কাছে স্পষ্টভাবে জানতে চেয়েছে। ফেডারেশনও বিষয়টি নিয়ে ভাবনা চিন্তা শুরু করেছে। এজন্য হয়তো এএফসির কাছে দ্রুত আবেদনও জানাবে তারা। এখন দেখার বিষয়, কিভাবে দ্রুত সব সমস্যার সমাধান করে দেশের একনম্বর লিগ শুরু করা যায়। আর এজন্য যে নতুন বছরের প্রথম কয়েকটা দিন বেশ গুরুত্বপূর্ণ, তা বোধ হয় বলার অপেক্ষা রাখেনা।