প্রয়াত প্রাক্তন ফুটবলার মৃত্যুঞ্জয় বন্দ্যোপাধ্যায়

ফাইল চিত্র

বাংলার প্রাক্তন ফুটবলার মৃত্যুঞ্জয় বন্দ্যোপাধ্যায় শুক্রবার গল্ফগ্রিনের তাঁর নিজ বাসভবনে প্রয়াত হলেন। বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত অসুখে শয্যাশায়ী ছিলেন। তিনি পঞ্চাশ ও ষাটের দশকে মোহনবাগানের হয়ে দাপটের সঙ্গে রক্ষণভাগ সামলিয়েছেন। সেই সময় মোহনবাগান ক্লাবে তিনি সতীর্থ ফুটবলার হিসেবে পেয়েছিলেন চুনীল গোস্বামী ও জার্নাল সিংয়ের মতো ফুটবলারদের। সবুজ-মেরুন জার্সি গায়ে ১৯৬৩ থেকে ৬৫ সালে টানা তিনবার ডুরান্ড জয়ে বড় ভূমিকা নিয়েছিলেন তিনি।

আবার ১৯৬২ থেকে ১৯৬৫ সাল পর্যন্ত মোহনবাগানকে কলকাতা ফুটবল লিগ উপহার দিয়েছেন। ক্লাব ফুটবলের সাফল্যের পাশাপাশি সন্তোষ ট্রফিতে বাংলার হয়ে খেলেছেন এবং চ্যাম্পিয়ন ট্রফি উপহার দিয়েছেন। ভারতীয় দলের হয়েও খেলেছেন প্রাক অলিম্পিক ফুটবলে। এশিয়ান কাপে ভারতীয় দল ১৯৬৪ সালে রানার্স-আপ হয়েছিল। সেই দলেরও তিনি সদস্য ছিলেন। জামশেদপুরে তিনি টাটা কোম্পানিতে চাকরি করতেন। সেখানে প্রতিবছর তিনি আশিস জব্বর ফুটবল টুর্নামেন্ট আয়োজন করতেন। কলকাতার তিন প্রধান সহ ভিনদেশের ক্লাবগুলি খেলতে আসত এই প্রতিযোগিতায়। ফুটবল থেকে অবসর নেওয়ার পরে তিনি কলকাতা ভেটারেন্স ক্লাবের সদস্য হন এবং শীর্ষ পদে থেকে বিভিন্ন পদক্ষেপ নিয়েছিলেন। তাঁরই তত্ত্বাবধানে ছোটদের একটি ফুটবল প্রশিক্ষণ শিবির চালু হয়েছিল।

প্রয়াত ফুটবলার মৃত্যুঞ্জয় বন্দ্যোপাধ্যায়ের মরদেহ নিয়ে আসা হয় মোহনবাগান ক্লাবে। সেখানে শ্রদ্ধা জানান ক্লাব সচিব সৃঞ্জয় বসু সহ সহসচিব সত্যজিৎ চ্যাটার্জি। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে ফুটবল মহলে।