দু’বছর বাদে আবার সিএবি-র সভাপতি পদে প্রত্যাবর্তন হতে চলেছে ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলির। রবিবার তিনি মনোনয়ন পত্র জমা দিয়েছেন। তাঁর বিরুদ্ধে অন্য কোনও প্রতিনিধির মনোনয়ন পত্র জমা পড়েনি। তাই পরিষ্কার আগামী ২২ সেপ্টেম্বর বার্ষিক সভায় সৌরভ গাঙ্গুলির সভাপতি মনোনয়ন পত্র গৃহিত হচ্ছে।
সৌরভ বলেন, প্রায় ৬ মাস বিভিন্ন জেলা থেকে অন্যত্র নির্বাচনের ব্যাপারে ঘোরা ফেরা করেছি। সৌরভের প্যানেলে আবার সচিব পদে ফিরেছেন বাবলু কোলে। যুগ্ম সচিব হচ্ছেন মদন ঘোষ। কোষাধ্যক্ষ হতে চলেছেন সঞ্জয় দাস। সহসভাপতি হবেন অনু দত্ত।