মহিলাদের সিনিয়র ন্যাশনাল ফুটবলে রাজমাতা জিজাবাই ট্রফির ফাইনাল রাউন্ডের ম্যাচে সহজ জয় পেল বাংলা দল। মৌসুমী মুর্মুর করা একমাত্র গোলে ওড়িশাকে হারালো তারা। এবারের টুর্নামেন্টের শুরু থেকেই দুরন্ত ছন্দে রয়েছেন সঙ্গীতা বাসফোর, রিম্পা হালদাররা। গ্রুপ পর্বে সবকটি ম্যাচ জিতে ফাইনাল রাউন্ডের ছাড়পত্র আদায় করেছিল দোলা মুখ্যোপাধ্যায়ের মেয়েরা। তবে, ফাইনাল রাউন্ডের শুরুটা খুব একটা ভালো হয়নি তাঁদের জন্য। প্রথম ম্যাচে অন্যতম শক্তিশালী গোয়ার সঙ্গে গোলশুন্য ড্র করেই সন্তুষ্ট থাকতে হয় বাংলাকে। ফলে লড়াইয়ে টিকে থাকতে গেলে এই ম্যাচটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল মৌসুমী মুর্মু – রিম্পা হালদারদের জন্য।
শুত্রুবার, ফাইনাল রাউন্ডের দ্বিতীয় ম্যাচে কৃষ্ণনগরের দ্বিজেন্দ্রলাল রায় স্টেডিয়ামে গুরুত্বপূর্ণ ম্যাচে ওড়িশা ১-০ গোলের ব্যবধানে সহজেই হারিয়ে দিল তাঁরা। এই ম্যাচে ওড়িষ্যার রক্ষণকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করলেন দোলা মুখ্যোপাধ্যায়ের মেয়েরা। খেলার শুরু থেকেই যথেষ্ট আধিপত্য ছিল বাংলার। মৌসুমী মূর্মু, সঙ্গীতা বাসফোরদের দাপটে একেবারে দিশেহারা হয়ে যায় ওড়িশার রক্ষণভাগ। ম্যাচের শুরু থেকেই বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল বাংলা। তবে, প্রয়োজনীয় গোল কিছুতেই আসছিল না। ফলে, প্রথমার্ধের খেলা শেষ হয় গোলশূন্য অবস্থায়।
এরপর, দ্বিতীয়ার্ধের শুরু থেকে গোল করার লক্ষ্যে আক্রমণের ঝাঁঝ আরও বাড়াতে থাকে বাংলার ফুটবলাররা। সেইসময় বেশকিছু আক্রমণও গড়ে তোলে তারা। শেষ পর্যন্ত ম্যাচের ৫৯ মিনিটে বাংলার হয়ে জয়সূচক গোলটি করে যান মৌসুমী মুর্মু। এর পরেও, গোল ব্যবধান বাড়ানোর লক্ষ্যে বেশকিছু আক্রমণ গড়ে তুলেছিলেন বাংলার মেয়েরা। যদিও, তা থেকে আর গোল ব্যবধান বাড়েনি। ওই ১-০ গোলে ম্যাচ জিতেই মাঠ ছাড়ে তাঁরা।