মানস ও গৌতম চৌবে স্মরণে তালবাগিচা হাসপাতাল মাঠে দিনরাতের ফুটবল প্রতিযোগিতা ২১তম বর্ষে পা দিল। রবিবার সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন বিধায়ক সুজয় হাজরা। সুজয় বলেন, খড়্গপুরে খেলাধুলার মান অনেকটাই নেমে গিয়েছে। এখানে মহকুমা স্পোর্টস অ্যাসোসিয়েশন সক্রিয় নয়। আগামী দিনে এসডিএসএ সক্রিয় করার চেষ্টা করব।
তিনি আরও বলেন, বাংলা ও বাঙালির জীবনের সঙ্গে জড়িয়ে থাকা খেলা-মেলা সরে গেলে বাঙালি সত্তাটাই নষ্ট হয়ে যাবে। খেলা টিম ওয়ার্ক, আত্মবিশ্বাস বাড়ায়। আয়োজকদের তরফে কাউন্সিলর অপূর্ব ঘোষ বলেন, গৌতম ও মানসের আদর্শ বাঁচিয়ে রাখার জন্যই এই ফুটবল প্রতিযোগিতার আয়োজন।
এবারে ১৬টি টিম অংশগ্রহণ করেছে। মূল আকর্ষণ ইস্টবেঙ্গল ক্লাব। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অতীত দিনের দিকপাল খেলোয়াড় মনোরঞ্জন ভট্টাচার্য, মিহির বসু, ভাস্কর গাঙ্গুলি এবং বিকাশ পাঁজি। হাসপাতাল মাঠ রক্ষণাবেক্ষণ ও সেখানে স্টেডিয়াম তৈরি করার জন্য প্রস্তাব রাখা হয়েছে।