ধারাভাষ্যে পঞ্চাশ

বেতার ধারা ভাষ্যকার বলতেই আজও সবার মুখে মুখে শোনা যায় অজয় বসু ও পুষ্পেন সরকারের নাম। সেটা ছিল সোনালি অধ্যায়। কিন্তু তাদের পাশে সত্তর দশকে বেশ কিছু তরুণ ধারাভাষ্যকার উঠে আসেন। তাঁদের সুললিত কণ্ঠস্বর ও বাচন বিন্যাস ঘরে ঘরে পৌঁছে যায়। ময়দান যেন তাঁদের ধারাভাষ্যে শ্রোতাদের মোহিত করে তোলে। ধারাভাষ্য একটা অন্যমাত্রা নেয়। সেইসব তরুণ প্রতিভা ধারাভাষ্যকাররা এই সময়ে প্রতিষ্ঠিত এবং সমাধৃত। তাঁদের মধ্যে সবাইকে ছাপিয়ে গেছেন ধারাভাষ্যকার প্রদীপ রায়।

ঘরোয়া খেলা থেকে আন্তর্জাতিক স্তরের ফুটবল খেলা ক্রিকেট এবং অন্যান্য ইভেন্টে অন্যতম সেরা ভাষ্যকার হিসেবে প্রদীপ রায় একটি নাম। টানা পঞ্চাশটা বছর ধারাভাষ্য দিয়ে শুরু করলেও বাংলা ভাষায় ধারাবিবরণী দিয়ে ইতিহাস গড়েছেন প্রদীপ রায়। অবশ্যই ধারাভাষ্যে তিনি সবার উপরে জায়গা করে নিয়েছেন। আর দুটো ডার্বি ম্যাচে তাঁর কণ্ঠস্বর শুনলে সেঞ্চুরি করে ফেলবেন। সেই আশার কথা শোনা গেল প্রদীপ রায়ের কথায়।

প্রদীপ রায়ের ধারাভােএষ্য অনন্য নজিরকে সামনে রেখে ভুবন চ্যাটার্জির একটা অ্যালবাম ‘গানে গানে কবিতার ছন্দে প্রদীপের পঞ্চাশ’ সম্প্রতি প্রকাশ পেল। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ প্রসূন ব্যানার্জি, প্রাক্তন ফুটবলার গৌতম সরকার, শান্তি মল্লিক ও আইএফএ-র সভাপতি অজিত ব্যানার্জি।