প্রসিদ্ধ কৃষ্ণ মাথায় চোট পেলেন

ফাইল চিত্র

আবার ক্রিকেট মাঠে অস্ট্রেলিয়া ফিল হিউজের দুঃস্বপ্ন ফিরে এল। অস্ট্রেলিয়া ‘এ’ দলের ম্যাচ চলাকালীন এমন দুর্ঘটনা ঘটে গেল। অস্ট্রেলিয়ার পেসার হেনরি থর্নটনের বলে মাথায় চোট পেলেন ভারতের প্রসিদ্ধ কৃষ্ণ। চোট পাওয়ার পরেই তিনি আর খেলতে পারেননি। তাঁর জায়গায় পরিবর্ত খেলোয়াড় হিসেবে মাঠে নামানো হল যশ ঠাকুরকে।

বুধবার, ম্যাচের দ্বিতীয় দিন সকালে অস্ট্রেলিয়ার ফাস্টবোলার হেনরি থর্নটনের বাউন্সারে পুল করতে গিয়ে মাথায় চোট পান প্রসিদ্ধ। তাঁর হেলমেটে বল আছড়ে পড়ে। ফিজিও ডেকে তাঁর শুশ্রূষা করাতে হয়। তারপরেও ব্যাট করছিলেন প্রসিদ্ধ। তবে ভারতের ইনিংসের ৪২তম ওভারের শেষে ড্রেসিংরুমের দিকে হাঁটা শুরু করেন। স্বাভাবিকভাবেই তাঁর পক্ষে আর ব্যাট করা সম্ভব হয়নি। নতুন ব্যাটসম্যান হিসাবে খেলতে আসেন মহম্মদ সিরাজ । ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজের প্রস্তুতি হিসাবে যিনি এই সিরিজে খেলছেন। ভারত ‘এ’ দলের হয়ে যখন মহম্মদ সিরাজ আউট হন, তখন আটজন খেলোয়াড় ড্রেসিংরুমে ফিরে গেছেন। ১১ নম্বর ব্যাটসম্যান হিসাবে ক্রিজে নামেন গুরনুর ব্রার। তারপর সাই সুদর্শন আউট হওয়ার পর কনকাশন সাবস্টিটিউশন হিসাবে যশ ঠাকুর ব্যাট করতে নামেন প্রসিদ্ধ কৃষ্ণর পরিবর্তে।

লখনউয়ে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েছে ভারত ‘এ’ দল। অস্ট্রেলিয়া ‘এ’ দলের প্রথম ইনিংসে তোলা ৪২০ রানের জবাবে মাত্র ১৯৪ রান করে ভারত। তবে ভারত ‘এ’ দলকে ফলো অন করানোর রাস্তায় হাঁটেনি অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ম্যাচের দ্বিতীয় দিনের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৩ উইকেটে ১৬। সপ্রসিদ্ধ কৃষ্ণর চোট নিয়ে এখনও পর্যন্ত স্পষ্ট কোনও বার্তা নেই।


তবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজে ভারতীয় দলে তিনি জায়গা পাবেন কিনা, এখন সন্দেহ দেখা দিয়েছে। দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে আহমেদাবাদে আগামী ২ অক্টোবর থেকে।