বিশ্বকাপ শুটিংয়ে ইতিহাস গড়ল ভারত। ভারতের ২০ বছর বয়সী শুটার এশা সিং ১০ মিটার এয়ার রাইফেলসে সোনা জিতে শিরোনামে উঠে এলেন। এশার এই সোনা জয়ের মধ্য দিয়ে ভারতের পদক জয়ের খরা কেটে গেল। হায়দরাবাদের মেয়ে এশা দেশের নামকে উজ্জ্বল করলেন। নিংবো অলিম্পিক স্পোর্টস সেন্টারে হাড্ডাহাড্ডি ফাইনালে এশা পিছনে ফেলেছেন চিনের কিয়ানজুন ইয়াও এবং কোরিয়ার ইয়েজিন ওহকে। এশার স্কোর ২৪২.৬। রুপোর পদক পাওয়া কিয়ানজুনের স্কোর ২৪২.৫। অন্যদিকে, ২২০.৭ স্কোর করে ব্রোঞ্জ পদক পেয়েছেন ইয়েজিন। ভারতের রিদম সাংওয়ান ১৭৯.২ স্কোর করে পঞ্চম স্থান অর্জন করেছেন।
এটি ছিল এই ইভেন্টে এশার প্রথম সোনার পদক। যা ভারতকে বিশ্বকাপ পদক তালিকার পঞ্চম স্থানে তুলে এনেছে। আয়োজক চিন দু’টি সোনা, চারটি রুপো এবং একটি ব্রোঞ্জ পদক নিয়ে শীর্ষে রয়েছে। সোনা জয়ের পর উচ্ছ্বসিত এশা বলেন, ‘আমি দারুণ খুশি। আইএসএসএফ জুনিয়র ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ দিয়েই শুরু করেছিলাম। আর এবার সোনা জিতে আমার স্বপ্নপূরণ করলাম।‘
২০১৪ সালে শুটিংয়ে হাতেখড়ি এশার। ২০১৫ সালে ১০ মিটার এয়ার পিস্তল বিভাগে তেলেঙ্গানা রাজ্য চ্যাম্পিয়ন হন। তিরুঅনন্তপুরমে ৬২তম জাতীয় শুটিং চ্যাম্পিয়নশিপে মনু ভাকের এবং হিনা সিধুকে হারানোর অভিজ্ঞতাও রয়েছে এশার। মাত্র ১৩ বছর বয়সে সিনিয়র বিভাগে সর্বকনিষ্ঠ চ্যাম্পিয়ন হিসাবে
নজিরও রয়েছে এশার।