ওভাল টেস্টে ৬ উইকেটে জয় পেল ভারত। পাঁচ ম্যাচের সিরিজ ২-২ ফলে ড্র। ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস শেষ হল ৩৬৭ রানে। মহম্মদ সিরাজ ৫ উইকেট নিয়েছেন।
‘আপনি যদি এই খেলা না দেখেন, তা হলে আপনি খেলা ভালবাসেন না।’ হর্ষ ভোগলের এই মন্তব্যেই ধরা ছিল ওভালের নাটকীয়তা। ইংল্যান্ডের মাটিতে একেবারে শেষ দিনে, শেষ ঘণ্টায়, সিরিজ বাঁচাল ভারত। ৬ রানে জয়। সিরি্জ ২-২ ড্র। এই টেস্টে নায়ক মহম্মদ সিরাজ।
শেষ দিনের শুরুতে ইংল্যান্ডের দরকার ছিল মাত্র ৩৫ রান, ভারতের ৪ উইকেট। চাপের মুহূর্তে বল হাতে ফের জাদু দেখালেন সিরাজ। গাস অ্যাটকিনসনের স্টাম্প ছিটকে দিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তিনি। সিরিজে সর্বাধিক ২৩ উইকেট নিয়ে তিনিই ভারতের ত্রাতা।
গোটা সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করেছে ভারত। শুভমন গিলের অধিনায়কত্ব, ঋষভ পন্থের ফর্মে ফেরা, সিরাজের ধারাবাহিকতা— সব মিলিয়ে এই সিরিজ ভারতের কাছে অনেক প্রাপ্তির। যদিও গুরুত্বপূর্ণ মুহূর্তে সুযোগ হারিয়েছে দল। ওভালে ব্রুকের ক্যাচ ফসকানো সিরাজের ভুল হয়তো ম্যাচ খারাপ করে দিতে পারত। কিন্তু শেষ হাসি তিনিই হাসলেন।
এই ড্র কিছুটা স্বস্তি এনে দিল কোচ গৌতম গম্ভীরকেও। পর পর সিরিজ হারলেও এই লড়াই প্রমাণ করে দিল – এই ভারত হারে না, হার মানে না।