অনলাইন বেটিং অ্যাপের মাধ্যমে আর্থিক তছরুপের অভিযোগে দুই প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সুরেশ রায়না ও শিখর ধাওয়ানের সম্পত্তি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। দুই প্রাক্তন ক্রিকেটারের প্রায় ১১.১৪ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। জানা গিয়েছে, আর্থিক দুর্নীতি দমন আইনের আওতায় ধাওয়ানের সাড়ে চার কোটি টাকার সম্পত্তি এবং রায়নার ৬.৬৪ কোটি টাকার মিউচুয়াল ফান্ড বাজেয়াপ্ত করা হয়েছে। আগেই এই মামলায় দুই ক্রিকেটারকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। আর এবার তাঁদের সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। তাঁদের বিরুদ্ধে অভিযোগ, সব জেনেশুনেই নির্দিষ্ট একটি বেটিং সংস্থার হয়ে বিজ্ঞাপনী প্রচার করেছিলেন এই দুই ক্রিকেটার।
কিছুদিন আগেই ওই সংস্থাটিকে অবৈধ বলে ঘোষণা করেছে কেন্দ্র সরকার। ওই অ্যাপটির মাধ্যমে ১ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠছে। আর, ওই মামলার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে প্রাক্তন ভারতীয় দুই ক্রিকেটারের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। বিষয়টি নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, জনসাধারণকে প্রলোভন দেখিয়ে বছরের পর বছর এই সমস্ত বেআইনি বেটিং অ্যাপগুলি বিভিন্ন নামে নিজেদের ব্যবসা বিস্তার করে চলেছে। সেক্ষেত্রে মানুষের বিশ্বাস অর্জন করতে বিভিন্ন সেলিব্রিটিদের ব্যবহার করছে তারা। সেজন্য এই অ্যাপের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ইতিমধ্যেই বেশকিছু তারকাকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে।
তারপরে ইডির এই পদক্ষেপ নিঃসন্দেহে বিশেষ উল্লেখযোগ্য।