ভাবনা আর ফলাফল গা ঘেঁষে চলে না সব সময়। মাঠেই প্রমাণ পাওয়া যায় খেলোয়াড়দের আত্মবিশ্বাস। এবারের আইএসএল ফুটবলে ইস্টবেঙ্গল নিজেদের খেলা খেলতে পারেনি ভালো দলগঠন করেও। তাহলে কি আগামী কয়েকদিনের মধ্যেই ইস্টবেঙ্গল ভূবনেশ্বরে খেলতে যাচ্ছে সুপার কাপ ফুটবলে।
আসলে বিগত বেশ কয়েক বছর ধরে সাফল্যের ঠিকানা হারিয়ে ফেলায় অন্য ক্লাবের সমর্থকদের কাছ থেকে সমীহ আদায় করতে ভুলেই গিয়েছে ইস্টবেঙ্গল। এমনকি নিজের দলের সমর্থকদের একাংশও আত্মবিশ্বাস ফেলে এসেছেন সেই মর্গ্যান আমলে। এই অবস্থায় ইস্টবেঙ্গলের হয়ে বাজি ধরতে লড়াকু মনোভাবকে প্রকাশ করতে হয়। তাহলে বলা যেতে পারে শৌভিক, মেসি বাউলিদের হাতে এবোরে সুপারকাপ উঠতেই পারে।
সুপার কাপ নক-আউট প্রতিযোগিতা। প্রতিটা ম্যাচই জিততে হবে, প্রতিটাই ফাইনাল। আর এটাই ইস্টবেঙ্গলের প্লাস পয়েন্ট। কোচ অস্কার ব্রুজোর মগজাস্ত্র কি কথা বলবে সেটাই দেখবার বিষয়। পরপর চারটে ম্যাচ জেতা খুব একটা সহজ হবে না। খেলোয়াড়রা অবশ্যই চেষ্টা করবেন। কিন্তু সতর্ক থাকতে হবে রেফারির শিকারে ইস্টবেঙ্গল যেন না হারিয়ে যায়। এবারে আইএসএল ফুটবলে অনেকগুলি খেলা রেফারির জন্য ছন্দ হারিয়ে ফেলেছে লাল হলুদ ব্রিগেড। বিদেশি খেলোয়াড়দের পাশে স্বদেশিদের বেশি গুরুত্ব দিতে হবে কোচকে।
নতুন অধিনায়ক মহেশ নাওরেম অবশ্যই দলের কাছে বড় হাতিয়ার হবেন। আবার গতবারের চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল দলের অধিনায়ক ক্লেটন সিলভা দল ছেড়ে যাওয়াতে অবশ্যই অসুবিধার মধ্যে পড়তে হবে। তবুও কোচ অস্কার ব্রুজো সুপার কাপ ফুটবলে ঘুরে দাঁড়ানোর জন্য সবরকম রূপরেখা তৈরি করবেন।