পুলিশের কাছে হার মানল ইস্টবেঙ্গল

প্রতিনিধিত্বমূলক চিত্র

পুলিশের ব্যারিকেডে এবার আটকে গেল ইস্টবেঙ্গল। মোহনবাগানের পর কলকাতার আর এক প্রধান ইস্টবেঙ্গলকেও সহজেই হারিয়ে দিল তাঁরা। রবিবার ব্যারাকপুর স্টেডিয়ামে খেলার ফলাফল পুলিশের পক্ষে ২-০ । এদিন ম্যাচ জেতার লক্ষ্যে শুরু থেকে সায়ন ও ডেভিডকে সামনে রেখে দল সাজিয়েছিলেন কোচ বিনো জর্জ। তবে, ম্যাচের শুরু থেকেই দুরন্ত ফুটবল খেলতে থাকেন সুরজিৎ শীল, ফয়জল আলিরা। তারই ফলস্বরুপ ম্যাচের ১১ মিনিটে পেনাল্টি থেকে করা মহম্মদ আমিল নঈমের গোলে এগিয়ে যায় পুলিশ। এই প্রসঙ্গে বলা যায়, মোহনবাগানের বিপক্ষে ম্যাচেও গোল পেয়েছিলেন তিনি। ফলে, এই ম্যাচের শুরু থেকে আরও ভালো ফুটবল খেলতে থাকেন নঈম। এক গোল খেয়ে ম্যাচে ফেরার কিছুটা হলেও চেষ্টা করেছিলেন বিনো জর্জের ছেলেরা। তাতে বিশেষ লাভ হয়নি। বেশ কিছু আক্রমণ করলেও গোল পায়নি তাঁরা।

ফলে, প্রথমার্ধে ওই ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই মাঠ ছাড়ে পুলিশ। সেই সময় আশা করা গিয়েছিল দ্বিতীয়ার্ধে হয়তো নিজেদের চেনা ছন্দে ফিরবে ইস্টবেঙ্গল। কিন্তু তার কিছুই হলো না। উল্টে বিরতির পর আরও রক্ষণাত্মক ফুটবল খেলতে গিয়ে নিজেদের চাপ নিজেরাই বাড়ালো সায়ন – ডেভিডরা। সেই সুযোগকেই কাজে লাগিয়ে ম্যাচের ৭৫ মিনিটে পুলিশ এসি’র হয়ে দ্বিতীয় গোলটি করে যান মৃন্ময় মহাপাত্র। এরপরেই, নিজেদের রক্ষণে কার্যত তালা লাগিয়ে দেয় তাঁরা। ফলে, ইস্টবেঙ্গল বেশ কিছু আক্রমণ করলেও তা থেকে আর কাঙ্ক্ষিত গোল আসেনি। শেষপর্যন্ত, ২-০ ব্যবধানে জিতেই মাঠ ছাড়ে পুলিশের দলটি। এদিকে, এই ম্যাচ জিতলেই গ্রুপ এ’ র পয়েন্ট তালিকায় শীর্ষস্থানে উঠতে পারতেন বিনো জর্জের ছেলেরা। তবে, ম্যাচ হেরে যাওয়ায় ৭ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে একধাপ নেমে গেল তাঁরা। অন্যদিকে, এই ম্যাচ জিতে শীর্ষে উঠে এল পুলিশ এসি।