নতুন বিদেশির খোঁজে ইস্টবেঙ্গল

প্রতিনিধিত্বমূলক চিত্র

কিছুদিন আগেই মরোক্কান স্ট্রাইকার হামিদ আহদাদকে ছেড়ে দিয়েছে ইস্টবেঙ্গল। সম্ভবত, আর এক স্ট্রাইকার হিরোশিকেও আইএসএল শুরু হওয়ার আগেই ছেড়ে দিতে চলেছে তারা। তার পরিবর্তে ভালো মানের বিদেশি স্ট্রাইকারের খোঁজে রয়েছে লাল-হলুদ ম্যানেজমেন্ট। শোনা যাচ্ছে, তাদের পছন্দের তালিকায় নাকি ওপরের দিকে রয়েছেন জর্জ পেরেইরা ডিয়াজ। পাশাপাশি, ব্রাজিলিয়ান দিয়েগো মরিসিওর বিষয়েও নাকি প্রাথমিক খোঁজখবর নেওয়া হয়েছে।

এছাড়াও, আরও কিছু ফুটবলারের তালিকা নাকি জমা পড়েছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের কাছে। তাদের মধ্যে কয়েকজন আফ্রিকান স্ট্রাইকারের নাম রয়েছে। তবে, লাল-হলুদ কর্তারা নাকি ভারতে খেলার অভিজ্ঞতাসম্পন্ন বিদেশি ফুটবলার চাইছেন। যাতে দ্রুত দলের সঙ্গে মানিয়ে নিতে অসুবিধা না হয়।

এদিকে, প্রস্তুতি ম্যাচে বড় জয় পেল মোহনবাগান সুপার জায়েন্ট। ৪-০ ব্যবধানে তারা সহজেই হারাল নিজেদের জুনিয়র দলকে। দলের হয়ে একটি করে গোল করেন সাহাল ও জেসন কামিংস। বাকি গোল দুটি করেন দিমিত্রি পেত্ৰাতোস। এই প্রসঙ্গে বলা যায়, জ্বর থাকায় এই ম্যাচে খেলেননি ব্রাজিলিয়ান তারকা রবসন রবিনহো। তবে, দীর্ঘদিন বাদে সবুজ-মেরুনের হয়ে মাঠে নামলেন গ্লেন মার্টিন্স।


অন্যদিকে, ক্রীড়াসাংবাদিক ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে এসে দীপেন্দু বিশ্বাস জানিয়ে গেলেন, আইএসএলের জন্য দ্রুত অনুশীলন শুরু করবে মহমেডান স্পোর্টিং ক্লাব। একইসঙ্গে দীপেন্দু আরও বলেন, যাবতীয় সমস্যা মিটে গিয়েছে। তিনি আশাবাদী সাদা-কালো ব্রিগেডের ট্রান্সফার ব্যানও দ্রুতই উঠে যাবে। আর তারপরেই সম্ভবত দেশি-বিদেশি মিলিয়ে নতুন কিছু ফুটবলার সই করাবে তারা।