মহিলাদের চ্যাম্পিয়ন্স লিগে কঠিন গ্রুপে লাল-হলুদ

মহিলাদের এএফসি চ্যাম্পিয়ন্স লিগের মূল পর্বে খেলছে ইস্টবেঙ্গল। বৃহস্পতিবার এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগের মূল পর্বের ড্র অনুষ্ঠিত হয়ে গেল। ‘বি’ গ্রুপে রয়েছে ইস্টবেঙ্গল। সেখানে তাদের মুখোমুখি হতে হবে শক্তিশালী প্রতিপক্ষদের। এর মধ্যে রয়েছে গতবারের চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন্স দলও।

চিনে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্যায়ের ম্যাচ খেলতে যাবেন লাল-হলুদের খেলোয়াড়রা। গ্রুপ বি-তে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ চিনের উহান জিয়াংদা উইমেন্স এফসি, ইরানের বাম খাতুন এফসি এবং উজবেকিস্তানের পিএফসি নাসাফ। গতবারের চ্যাম্পিয়ন উহান জিয়াংদা। অন্যদিকে, ইরানের বাম খাতুন এফসি এএফসি প্রতিযোগিতায় চতুর্থবার খেলতে চলেছে। গত মরশুমে কোয়ার্টার ফাইনালে উঠেছিল তারা। ১৬ বার উজবেকিস্তান মহিলা লিগের শিরোপাজয়ী পিএফসি নাসাফ। তারাও প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করেছে। সুতরাং, বাছাইপর্বে তাদের বিরুদ্ধে ম্যাচ যে সহজ হবে না, তা এখন থেকেই বলে দেওয়া যায়।

আইডাব্লিউএল জিতে ইস্টবেঙ্গলের মেয়েরা পৌঁছে যায় এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগের যোগ্যতা অর্জন পর্বে। সেখানে প্রথম ম্যাচে নমপেন ক্রাউনকে হারানোর পর কিটচি এফসি’র বিরুদ্ধে ১-১ গোলে ড্র করে গ্রুপ শীর্ষে থেকে চ্যাম্পিয়ন্স লিগের মূল পর্বের টিকিট নিশ্চিত করেন মশাল গার্লসরা। এদিন ১২টি দলকে তিনটি গ্রুপে সমানভাবে বিন্যস্ত করা হয়েছে।


এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের খেলা কবে? জানা গিয়েছে, ১৭-২৩ নভেম্বর অনুষ্ঠিত হবে ম্যাচগুলি। গ্রুপে শীর্ষে থাকা দুই দল উঠবে কোয়ার্টার ফাইনালে। তাছাড়াও সমস্ত গ্রুপ মিলিয়ে সেরা দুই তৃতীয় স্থানাধিকারী দলের শেষ আটে যাওয়ার সম্ভাবনা থাকছে। মে মাসে অনুষ্ঠিত হবে সেমিফাইনাল এবং ফাইনাল। ইস্টবেঙ্গল প্রথম ম্যাচ খেলবে ১২ নভেম্বর বাম খাতুন-এর সঙ্গে। দ্বিতীয় ম্যাচ ২০ নভেম্বর ইস্টবেঙ্গল খেলবে উহান জিয়াংদা এফসির বিরুদ্ধে। আর ২৩ নভেম্বর ইস্টবেঙ্গল তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে পিএফসি নাসাফার সঙ্গে।