আদালতের রায়ে অবশেষে স্বপ্নপূরণ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

প্রতিনিধিত্বমূলক চিত্র

সমস্ত জল্পনার অবসান। দীর্ঘ প্রায় একবছর পর ইস্টবেঙ্গলকে কলকাতা লিগে চ্যাম্পিয়ন ঘোষণা করল আইএফএ। শনিবার আইএফএ লিগ সাব কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বলা হয়েছে, ২০২৪-২৫ মরসুমে কলকাতা লিগ প্রিমিয়ার ডিভিশনে চ্যাম্পিয়ন দল হিসেবে ইস্টবেঙ্গলকে এবং রানার্স আপ ডায়মন্ড হারবার এফসিকে ঘোষণা করা হল। এদিকে চলতি মরশুমে লিগ চ্যাম্পিয়ন হওয়ার একেবারে দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে লাল-হলুদ ব্রিগেড। সোমবারই তার ফয়সালা হয়ে যাবে।

শুক্রবারই হাইকোর্টের পক্ষ থেকে জানানো হয়েছিল, লিগ চ্যাম্পিয়ন নিয়ে আইএফএ’র সিদ্ধান্তের কোনওরকম বিরোধিতা করা যাবে না। বিষয়টি নিয়ে হিরন্ময় বন্দ্যোপাধ্যায়ের বেঞ্চ জানিয়েছিল, মামলার স্বপক্ষে যথেষ্ট প্রমাণ ডায়মন্ড হারবার এফসি দেখাতে পারেনি। এই প্রসঙ্গে বলা যায়, ইস্টবেঙ্গলকে যাতে লিগ চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা না করা হয়, তা নিয়ে জেলা আদালতে একটি মামলা করেছিল ডায়মন্ড হারবার । তাদের সেই মামলার পরিপ্রেক্ষিতে জেলা আদালতের পক্ষ থেকে লিগ চ্যাম্পিয়ন ঘোষণা করার উপর একটি স্থগিতাদেশ দেওয়া হয়েছিল আইএফকে। যা শুক্রবারই খারিজ করে দিয়েছিল হাইকোর্ট। তারপরেই তড়িঘড়ি লিগ কমিটির বৈঠক ডেকেছিল আইএফএ। সেই বৈঠক শেষে এদিন ইস্টবেঙ্গলকে বিজয়ী ঘোষণা করার সিদ্ধান্ত নিল তারা। আসলে, গতবছর সুপার সিক্সের পাঁচ ম্যাচ শেষে লিগ টেবিলে সর্বোচ্চ পয়েন্ট ছিল ইস্টবেঙ্গলের। তার ভিত্তিতেই এই সিদ্ধান্ত নিয়েছে আইএফএ।

বিষয়টি নিয়ে আইএফএ সচিব অনির্বাণ দত্ত বলেন, গতবছরের পয়েন্ট তালিকা, আদালতের নির্দেশ সবকিছু বিচার করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজকের মধ্যেই সংশ্লিষ্ট ক্লাবগুলোর কাছে এই বিষয়ে চিঠি চলে যাবে। তিনি আরও বলেন, লিগ চ্যাম্পিয়ন ঘোষণা করা নিয়ে এই বিলম্বের কারনে আইএফএ-র ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছিল। সেটা দূর করা খুবই দরকার ছিল। আলোচনার পর ইস্টবেঙ্গলের হাতে ট্রফি দেওয়া হবে বলে জানান অনির্বাণ দত্ত। এরফলে, আগামী সোমবার ঘরের মাঠে চলতি কলকাতা লিগের খেতাব নির্ধারক ম্যাচের আগে আত্মবিশ্বাস বেশ খানিকটা বাড়িয়ে নিল বিনো জর্জের দল। ইস্টবেঙ্গলকে চ্যাম্পিয়ন হতে গেলে ইউনাইটেড স্পোর্টস ক্লাবের সঙ্গে ড্র করলেই চলবে। আর ইউনাইটড স্পোর্টস ক্লাব যদি জয়লাভ করে, তাহলে চ্যাম্পিয়নশিপের ফলাফল বদলে যাবে।


এদিকে, ডুরান্ড কাপের পর দীর্ঘ বিরতি কাটিয়ে শনিবার থেকেই সুপার কাপের প্রস্তুতি শুরু করে দিল ইস্টবেঙ্গলের সিনিয়র দল। রাজারহাটের সেন্টার অফ এক্সিলেন্সে এদিনের অনুশীলনে নতুন বিদেশি হিরোসি এবুসুকি ছাড়া বাকি সবাই উপস্থিত ছিলেন। পাশাপাশি, জানা যাচ্ছে, পারস্পরিক আলোচনার মাধ্যমে মাদি তালালকে ছেড়ে দিতে চলেছে লাল হলুদ ম্যানেজমেন্ট।