আর্থিক সমস্যায় বিশ্বকাপে খেলা নিয়ে সংশয়ে স্কটল্যান্ড

বাংলাদেশ খেলতে না আসায় হঠাৎ করেই বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে স্কটল্যান্ড। তবে, খেলতে নামার আগে কিছুটা হলেও চাপে ইউরোপীয় এই দেশটি। আসলে, বর্তমানে তাদের কোনও স্পনসর নেই। এমনকি, তাদের দলে একাধিক পাকিস্তানী খেলোয়াড় রয়েছে। ফলে, ভিসা সমস্যায় পড়তে হতে পারে স্কটল্যান্ডকে। পাশাপাশি, এত কম সময়ের মধ্যে বিশ্বকাপ খেলার প্রস্তুতি নেওয়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ তাদের কাছে। যদিও, সমস্ত রকম প্রতিকূলতা কাটিয়ে বিশ্বকাপের মঞ্চে ভালো খেলা উপহার দিতে মরিয়া স্কটল্যান্ডের খেলোয়াড়রা।

আইসিসির পক্ষ থেকে আসন্ন বিশ্বকাপে বাংলাদেশের বদলি হিসেবে স্কটল্যান্ডের নাম ঘোষণা করা হলেও এখনও পর্যন্ত কোনও স্পনসর পায়নি তারা। পাশাপাশি, কোন জার্সি পরে তারা বিশ্বকাপে খেলতে নামবে তা নিয়েও জটিলতা রয়েছে। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন স্কটল্যান্ড ক্রিকেট বোর্ডের চিফ এক্সিকিউটিভ ট্রুডি লিন্ডব্লেড। তিনি বলেন, স্পনসর জোগাড় করার জন্য তাঁদের হাতে বর্তমানে আর সাতদিন সময় আছে। এরপরে যদি তারা বিশ্বকাপ খেলার কিট পায়, তা হলে সেটা তাদের কাছে বোনাস হবে বলেই মনে করছেন লিন্ডব্লেড। তবে, যদি বিশ্বকাপের জন্য তারা কোনও নির্দিষ্ট জার্সি না পায়, তা হলে স্কটল্যান্ড ক্রিকেট দল অন্য সময়ে যে জার্সি পরে খেলে, সেটাতেই মাঠে নামবেন বলে জানিয়েছেন তিনি।

এদিকে, বিশ্বকাপের জন্য সোমবারই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে স্কটল্যান্ড। সেই দলে আছেন পাক-বংশোদ্ভূত ক্রিকেটার সাফিয়ান শরিফ। তবে, এর আগেও পাক-বংশোদ্ভূত ক্রিকেটারদের ভিসার আবেদন করাতে গিয়ে সমস্যার মুখে পড়েছে ইংল্যান্ড, আমেরিকার মতো দল। সেই একই সমস্যায় পড়তে পারে স্কটল্যান্ডও। তবে লিন্ডব্লেড আশাবাদী শরিফের মাঠে নামতে কোনও অসুবিধা হবে না।