কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক অহেতুক এশিয়ান গেমসে বড় দল পাঠিয়ে সমস্যা তৈরি করতে চাইছে না। যে ইভেন্টে পদক জয়ের সম্ভাবনা থাকবে তাদেরই নির্বাচন করে পাঠানোর ছাড়পত্র দেওয়ার কথা ভাবা হয়েছে। তাই নতুন নীতি অনুযায়ী সেক্ষেত্রে ফুটবলে অংশগ্রহণ করাটাই বেশ কঠিন হয়ে যাবে। সেই কারণে ভারতীয় ফুটবল দল আগামী বছর এশিয়ান গেমসে অংশ নিতে পারবে কিনা তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। সেক্ষেত্রে পুরুষ ও মহিলা ফুটবল দল বাদের তালিকায় চলে যেতে পারে। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের পক্ষ থেকে যে নির্দেশিকা জারি করা হয়েছে সেই মতো শর্ত পূরণ করতে না পারলে দলগত ও এককভাবে কেউই অংশ নিতে পারবে না। বলা হয়েছে এশিয় ক্রমতালিকা প্রথম আটের মধ্যে থাকতে হবে। তা না হলে কোনওভাবেই এশিয়া গেমসে কাউকেই পাঠানো হবে না। ভারতের পুরুষ ও মহিলা ফুটবল দল এশিয় ক্রমতালিকায় আটের মধ্যে নেই। পুরুষ দল রয়েছে ২৪ নম্বরে আর মহিলা দলের জায়গা হয়েছে ১২ নম্বরে। তাহলে ভারতীয় ফুটবলের কোনও জায়গাই হচ্ছে না এশিয়ান ফুটবলে।
ফুটবল, হকি, বাস্কেটবলের মতো খেলাগুলিতে ভারতকে থাকতে হবে এশিয়ার প্রথম আট দলের মধ্যে। আবার টেনিস, টেবল টেনিস, ব্যাডমিন্টনের মতো খেলাগুলির ডাবলসের ক্ষেত্রেও সংশ্লিষ্ট জুটির র্যাঙ্কিং এশিয়ায় প্রথম আটের মধ্যে হতে হবে। ক্রমতালিকায় প্রথম আটের মধ্যে না থাকলেও অবশ্য সুযোগ থাকবে। সে ক্ষেত্রে সংশ্লিষ্ট দল বা জুটিকে শেষ ১২ মাসের মধ্যে এশীয় স্তরের বা সমমানের আন্তর্জাতিক কোনও প্রতিযোগিতায় শেষ আটে পৌঁছোতে হবে।
আয়োজকদের কাছে নাম পাঠানোর যে শেষ দিন, তার ১০ দিন আগের ক্রমতালিকায় অবস্থান এবং পারফরম্যান্স দেখে সিদ্ধান্ত নেওয়া হবে।
আগামী মার্চে অস্ট্রেলিয়ায় মহিলাদের এশিয়ান কাপে খেলবে ভারতের মহিলা দল। সেই প্রতিযোগিতায় সঙ্গীতা বাসফোররা কোয়ার্টার ফাইনালে পৌঁছোতে পারলে এশিয়ান গেমসে যাওয়ার ছাড়পত্র পেয়ে যাবেন। সেই সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে ভারতীয় মহিলা ফুটবলারদের নিজেদের যোগ্যতা প্রমাণ করতে হবে অস্ট্রেলিয়ার মাটিতে। পুরুষ দলের এমন কোনও সুযোগ নেই।
২০১৮ সালের এশিয়ান গেমসেও ফুটবল দল পাঠানোর অনুমতি দেয়নি ক্রীড়া মন্ত্রক। ২০২৩ সালের গেমসেও প্রথমে ছাড়পত্র পায়নি ভারতীয় ফুটবল দল। পরে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের উদ্যোগে এশিয়ান গেমসে খেলার সুযোগ পেয়েছিলেন সুনীল ছেত্রীরা। তাই আগামী ২০২৬ সালে এশিয়ান গেমসে ভারতীয় ফুটবল দল কোনওভাবেই খেলবার সুযোগ পাবে না।