রেকর্ড জোকোভিচের

প্রতিনিধিত্বমূলক চিত্র

নতুন বছরে ফের রেকর্ড গড়লেন নোভাক জোকোভিচ। তবে, মাঠে না নেমেই এই রেকর্ড গড়লেন তিনি। সম্প্রতি এটিপি ট্যুরে অ্য়াডিলেড ইন্টারন্যাশনাল থেকে নাম তুলে নিয়েছিলেন সার্বিয়ান টেনিস তারকা। তবে তাতেও রেকর্ড গড়তে কোনও সমস্যা হয়নি তাঁর। টানা ১০০০ সপ্তাহ এটিপি ট্যুরে প্রথম চল্লিশে থাকার নজির গড়লেন জোকার।

২০০৬ সালে প্রথমবারের জন্য এটিপি ক্রমতালিকায় প্রথম চল্লিশে জায়গা করে নিয়েছিলেন নোভাক জকোভিচ। সেবার ৯ বছরের তরুণ জোকার রোলা গাঁরোতে প্রথমবারের জন্য কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছিলেন। আর তারপরেই প্রথম চল্লিশে জায়গা করে নেন তিনি। এরপর থেকে একবারের জন্যও প্রথম চল্লিশের বাইরে বেরোননি সার্বিয়ান এই টেনিস তারকা।

এদিকে, ২০২৫ সালে চারটি গ্র্যান্ডস্লামে সেমিফাইনালে জায়গা করে নেওয়ার পর এবার অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে নামবেন জোকোভিচ।


তবে, বর্তমানে অ্য়াডিলেড ইন্টারন্যাশনালের পরিবর্তে মেলবোর্নে খেলাটাকেই বিশেষ প্রাধান্য দিয়েছেন ২৪ গ্র্যান্ডস্লামের মালিক। এই প্রসঙ্গে বলা যায়, আগামী ১৮ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে অস্ট্রেলিয়ান ওপেন।