আজ থেকে শুরু হচ্ছে চলতি বছরের তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম, উইম্বলডন। আর এবার সেই উইম্বলডন খেতাব ঘরে তুলতে মরিয়া সার্বিয়ান তারকা নোভাক জোকোভিচ। ম্যাচের আগে তার স্পষ্ট মত, নিজের ২৫ তম গ্র্যান্ড স্ল্যাম খেতাব জেতাবর এটাই সেরা সুযোগ। তার মতে, উইম্বলডনে খেলতে এলে তিনি আলাদা মানসিক জোর পান। পাশাপাশি, অল ইংল্যান্ড এই টুর্নামেন্টে তার যে দুর্দান্ত রেকর্ড রয়েছে এদিন সেকথা স্মরণ করিয়ে তিনি বলেন, এই টুর্নামেন্ট তাকে সর্বোচ্চ পর্যায়ের টেনিসে সেরা খেলা খেলতে সাহায্য করে। ২০২২ সালে শেষবারের মতো এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিলেন সার্বিয়ান এই তারকা। পরের বছর অর্থাৎ ২০২৩ সালে জেতেন ইউএস ওপেন। আর তারপর থেকেই শুরু হয়েছে তাঁর ২৫তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের অপেক্ষা। গত ফরাসি ওপেনের সেমিফাইনালে ইয়ানিক সিনারের কাছে হার মানেন তিনি। তারপরেই জানিয়েছিলেন, আরও কয়েক বছর টেনিস খেলার ইচ্ছা রয়েছে তার।
এদিকে, কেরিয়ারের ষষ্ঠ গ্র্যান্ড স্ল্যাম খেতাবের লক্ষ্যে অল ইংল্যান্ড কোর্টে নামবেন স্প্যানিশ তারকা কার্লোস আলকারাজ। আজ প্রথম রাউন্ডের ম্যাচে সেন্টার কোর্টে ইতালির ফ্যাবিও ফোগনিনি’র মুখোমুখি হবেন তিনি। ঘাসের কোর্টে প্রথম ম্যাচে নামার আগে যথেষ্ট আত্মবিশ্বাসী দেখালো তাকে। জানালেন, এখানে এসেছেন খেতাব জেতার লক্ষ্য নিয়েই। আরও, একবার ট্রফিটা তুলে ধরতে চান। আর সেইজন্যেই অতীতের পরিসংখ্যান মাথায় রাখতে চাননা তিনি। শুধু নিজের সেরাটা দেওয়ার কথা ভাবছেন তিনি।
এক্ষেত্রে বলা যায়, অতীতে বিয়ন বর্গ, পিট সাম্প্রাস, রজার ফেডেরার এবং জোকোভিচ তিন বা তার বেশি বার উইম্বলডন জিতেছেন। চলতি টুর্নামেন্টে তাদের রেকর্ড ছোঁয়ার সুযোগ রয়েছে আলকারাজের সামনে। তবে, এখনই এসব ভেবে নিজেকে চাপে ফেলতে চান না তিনি। জানালেন, এটা একটা লম্বা প্রতিযোগিতা। প্রায় দু’সপ্তাহ ধরে একটা গ্র্যান্ড স্ল্যাম চলে। ফলে, বর্তমানে নিজের আত্মবিশ্বাস ধরে রাখার ওপরেই বিশেষ জোর দিচ্ছেন তিনি। ঘাসের কোর্টে খেলা উপভোগ করেন স্প্যানিশ এই তারকা। পাঁচটি গ্র্যান্ড স্ল্যাম খেতাবের মালিক জানালেন, ঘাসের কোর্টে একটু অন্য রকম ভাবে খেলতে হয়, যা তিনি বেশ উপভোগ করেন। তিনি বলেন, ঘাসের কোর্টে বলের শব্দ বা নড়াচড়া আলাদা রকমের হয়। ফলে, এটি তার সবচেয়ে পছন্দের টুর্নামেন্ট বলেই এদিন মতপ্রকাশ করলেন আলকারাজ। তাঁর লক্ষ্য প্রতিটি ম্যাচেই যতটা সম্ভব নিখুঁত টেনিস খেলা।