অস্ট্রেলিয়ার মাটিতে তিন ম্যাচের একদিনের সিরিজে ব্যাট হাতে দুরন্ত ফর্মে দেখা গিয়েছে প্রাক্তন ভারত অধিনায়ক রোহিত শর্মাকে। প্রথম একদিনের ম্যাচে রান না পেলেও শেষ দুটি ম্যাচে পুরানো হিটম্যানকে দেখতে পেয়েছেন ক্রিকেটপ্রেমীরা। দ্বিতীয় একদিনের ম্যাচে ৭৩ ও তৃতীয় ম্যাচে অপরাজিত ১২১ রানের দুরন্ত ইনিংস এসেছে তাঁর ব্যাট থেকে। শেষ ম্যাচে সেরা খেলোয়াড়ের পাশাপাশি সিরিজের সেরা খেলোয়াড়ের পুরস্কারও উঠেছে তাঁর হাতে। যারফলে, স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি ২০২৭ একদিনের বিশ্বকাপে ভারতের জার্সিতে খেলতে দেখা যাবে হিটম্যানকে ? বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন তাঁর ছেলেবেলার কোচ দীনেশ লাড। দীর্ঘ সাত মাস পর ক্রিকেটে ফিরে যেভাবে দলকে ম্যাচ জেতাচ্ছেন রোহিত, তা নিয়ে বেশ উচ্ছসিত তিনি। জানান, রোহিত ২০২৭ সালের বিশ্বকাপ খেলবে। তারপর হয়তো অবসর নেবে। তিনি আরও বলেন, সিডনিতে রোহিতের শতরান করার মুহূর্তটা নিঃসন্দেহে দুর্দান্ত। এরপরেই লাড বলেন, অনেকেই রোহিতের সমালোচনা করেছিল। বলেছিল, রোহিত পারফর্ম করতে পারছে না।
এমনকি, রোহিতের অবসর নেওয়া উচিত বলেও অনেকেই মন্তব্য করেন। অথচ, রোহিত পরপর দু’টো ম্যাচে দুর্দান্ত ব্যাট করল। এটাই প্রমাণ করে, ও এখনও সেরাদের মধ্যেই পড়ে। এখনও রোহিত দেশকে জেতাতে পারে। এরপরেই, হিটম্যানের সাফল্যের রহস্য ফাঁস করেন তাঁর ছেলেবেলার কোচ। জানান, রোহিতের এই সাফল্যের একমাত্র রহস্য ওর আত্মবিশ্বাস। আর সে জন্যই এখনই রোহিত অবসরের কথা ভাবছে না বলেও জানান তিনি। লাড মনে করছেন, ২০২৭ সালে একদিনের বিশ্বকাপ ভীষণভাবে খেলতে চায় রোহিত।
সেইজন্য এখন থেকেই তিনি প্রস্তুতি শুরু করে দিয়েছেন বলেই মতপ্রকাশ করেন দীনেশ। পাশাপাশি, সিডনিতে বিরাট কোহলির সঙ্গে রোহিতের অবিচ্ছেদ্য ১৬৮ রানের জুটিরও প্রশংসা করেছেন তিনি। বলেন, কোহলিকে নিয়েও নানা রকম কথা হচ্ছিল। অনেকেই খারাপ মন্তব্যও করছিলেন। কিন্তু তাঁর বিশ্বাস ছিল, কোহলিও রান পাবে।