হেরেও শেষ ষোলোতে বায়ার্ন মিউনিখ চেলসি জিতল ৩ গোলের ব্যবধানে

প্রতিনিধিত্বমূলক চিত্র

ক্লাব বিশ্বকাপ ফুটবলে বেশ কয়েকটি দলের কাছে দর্শকদের প্রত্যাশা একটু অন্যরকম। সব খেলাতেই অঘটন ঘটে থাকে। ভালো দল হলেও হার স্বীকার করতে হয় দুর্বল প্রতিপক্ষের কাছে। আবার সারা মাঠ জুড়ে খেলেও জয়ের মুখ দেখতে পায় না। এইরকমই খেলা এবার দেখতে পাওয়া যাচ্ছে ক্লাব বিশ্বকাপ ফুটবলে। বায়ার্ন মিউনিখের মতো দল ছন্নছাড়া ফুটবল খেলল। এমনকি দুর্বল বেনফিকার কাছে লড়াই করে জয়ের মুখ দেখতে পেল না বায়ার্ন মিউনিখ। হারতে হল ০-১ গোলের ব্যবধানে হ্যারিকেনদের। পর্তুগালের এই ক্লাবের জয় এনে দেন আন্দ্রেয়াস শেলদেরুপ। তিনি জয়সূচক গোলটি করেন। তবে প্রচণ্ড গরমে খেলা চলাকালীন দু’জন খেলোয়াড় অসুস্থ হয়ে পড়েন। তাই বেশ কয়েকবার জলপানের বিরতি দিতে হয়েছে রেফারিকে। এদিন ম্যাচের ২৫ মিনিটের মাথায় অসুস্থ হয়ে পড়েন জিয়ানলুকা প্রেসতিয়ানি। দ্বিতীয়ার্ধে তাঁকে তুলে নিতে বাধ্য হন বেনফিকার কোচ। অত্যাধিক গরমের জন্য এই ম্যাচে নিজেদের চেনা ছন্দে পাওয়া যায়নি হ্যারি কেন – লেওয়ানডাস্কিদের। ম্যাচ জিতে শেষ ষোলোর ছাড়পত্র আদায় করে নিলো বেনফিকা। পাশাপাশি, ম্যাচ হারলেও পরবর্তী রাউন্ডের যোগ্যতা অর্জন করলো বায়ার্ন মিউনিখ।

অন্য ম্যাচে, চেলসি জিতলো ৩-০ গোলে। তিউনিসিয়ার ক্লাব এসপেরান্স দে তিউনিসকে হারিয়ে দিল। এই ম্যাচে চেলসির জার্সিতে প্রথম গোল করলেন লিয়াম ডেলাপ। তাদের হয়ে অন্য দুটি গোল করেন টোসিন আদারাবিয়ো এবং টাইরিক জর্জ। চেলসির কোচ এনদো ম্যারোস্কা ম্যাচের গুরুত্ব সত্ত্বেও বেশ কয়েকজন নির্ভরযোগ্য খেলোয়াড়কে দলে রাখেননি। প্রথম একাদশে ছিলেন না গোলরক্ষক রবার্ট সানচেজ ও কোল পামার। আর গত ম্যাচে লাল কার্ড দেখায় নিকোলাস জ্যাকসনকে খেলতে পারেননি। খেলার প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়েছিল চেলসি। খেলার প্রথম থেকেই দাপটের সঙ্গে তাঁরা খেলেছেন।

অন্য খারাপ আবহাওয়ার জন্য প্রায় ৫০ মিনিট বন্ধ রাখতে হলো বোকা জুনিয়র্স বনাম অকল্যান্ড সিটির ম্যাচ। এই ম্যাচে অকল্যান্ড সিটির হয়ে রেকর্ড গড়লেন ক্রিশ্চিয়ান গ্রে। ম্যাচের ৫২ মিনিটে হেড দিয়ে গোল করেন। খেলাটি ড্র হয়। আসলে চলতি ক্লাব বিশ্বকাপে অকল্যান্ড সিটি একমাত্র দল, যারা পেশাদার ফুটবল খেলে না। এমনকি, এই ম্যাচে তাদের গোলদাতা ক্রিশ্চিয়ান গ্রে পেশায় একজন শিক্ষক, একইসঙ্গে অবসর সময়ে তিনি একটি সেলুনও চালান। তবে, এই ম্যাচে ড্রয়ের ফলে ক্লাব বিশ্বকাপের গ্ৰুপ পর্যায় থেকেই ছিটকে গেলো মারাদোনার প্রাক্তন ক্লাব বোকা জুনিয়র্স। অন্য ম্যাচে ফ্ল্যামেঙ্গো ১–১ ড্র করল লস অ্যাঞ্জেলেস এফসি–র সঙ্গে। ম্যাচের ৮৪ মিনিটে লস অ্যাঞ্জেলেসকে এগিয়ে দেন ডেনিস বুয়াঙ্গা। মাত্র দু’মিনিটের মধ্যেই ফ্ল্যামেঙ্গোর হয়ে গোল করে খেলায় সমতা ফেরান ওয়ালাস ইয়ান।