জোড়া বিশ্বরেকর্ডে উজ্জ্বল দীপ্তি শর্মা

প্রতিনিধিত্বমূলক চিত্র

মেয়েদের বিশ্বকাপ ক্রিকেটে নতুন ইতিহাস রচনা করলেন ভারতের পয়লা নম্বর অলরাউন্ডার দীপ্তি শর্মা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপ ফাইনালে তিনি একাই বদলে দিলেন ম্যাচের রঙ। ফাইনালে দীপ্তির হাতের জাদুতে ৫ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইন-আপের কোমড় ভেঙে দেয়। এই দুর্দান্ত বোলিংয়ের দৌলতে টিম ইন্ডিয়া ৫২ রানে জয় তুলে নিয়ে প্রথমবার ভারত বিশ্বকাপ চ্যাম্পিয়ন হল। পুরো টুর্নামেন্ট জুড়ে দীপ্তির পারফরম্যান্স ছিল অনবদ্য। তিনি ব্যাট হাতে করেছেন ২১৫ রান এবং বল হাতে নিয়েছেন ২২টি উইকেট। দীপ্তি টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের সম্মান পেয়েছেন। বিশ্বকাপের ইতিহাসে দীপ্তি ২০০-র বেশি রান ও ১৫-র বেশি উইকেটের কৃতিত্ব অর্জন করেছেন। এছাড়া, পাঁচ নম্বর বা তার নিচের পজিশনে ব্যাট করে তিনবার ৫০ বা তার উর্ধ্বে রান করা তৃতীয় ক্রিকেটার হিসেবেও নজির গড়েছেন দীপ্তি।

দীপ্তি ২০১৪ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একদিনের ক্রিকেট জীবন শুরু করেন। এখন পর্যন্ত ১২১ ম্যাচে তিনি করেছেন ২৭৩৯ রান, যার মধ্যে রয়েছে ১৮টি অর্ধশতরান ও ১টি শতরান।
পাশাপাশি বোলিংয়ে তাঁর সংগ্রহ ১৫৭টি উইকেট, সর্বোচ্চ বোলিং ফিগার ৬/২০। এই পরিসংখ্যানই প্রমাণ করে, ব্যাট ও বল—দুই ক্ষেত্রেই দীপ্তি ভারতের সবচেয়ে নির্ভরযোগ্য ক্রিকেটারদের একজন।