মোহনবাগান দিবসে আগামী ২৯ জুলাই জীবনকৃতী সম্মানে সম্মানিত হচ্ছেন ক্রিকেটার রাজু মুখার্জি। এবারে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই অনুষ্ঠান হবে। আগেই ঘোষণা করা হয়েছিল মোহনবাগান রত্ন হিসেবে সম্মানিত হবেন ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বসু। মঙ্গলবার ক্লাবের কার্যকরী কমিটির সভায় অন্যান্য পুরস্কার প্রাপকদের নাম নির্বাচন করা হয়।
সাংবাদিকদের সঙ্গে মুখোমুখি হয়ে সচিব সৃঞ্জয় বসু বলেন, বর্ষসেরা ফুটবলার হিসেবে নির্বাচিত হলেন আপুইয়া। মিজোরামের এই ফুটবলার গত মরশুমে মোহনবাগানের হয়ে দুরন্ত ফুটবল খেলেছেন। সেরা উদীয়মান ফুটবলার হিসেবে সম্মানিত হতে চলেছেন দীপেন্দু বিশ্বাস। সেরা আক্রমণভাগের ফুটবলার হলেন অস্ট্রেলিয়ার তারকা ফুটবলার জেমি ম্যাকলারেন।
গত মরশুমে তিনি মোহনবাগান সুপার জায়ান্টসের হয়ে ১১টি গোল করেছেন। তবে সেরা ক্রীড়া সাংবাদিক হিসেবে মরণোত্তর সম্মান দেওয়া হচ্ছে মানস চক্রবর্তী ও অরুণ সেনগুপ্তকে। সেরা ক্রীড়া সংগঠক হিসেবে কমল মৈত্র নির্বাচিত হয়েছেন। সেরা রেফারি হলেন মিলন দত্ত। এছাড়াও সেরা ক্রিকেটার হয়েছেন রণজ্যোৎ সিং খায়রা, সেরা হকি খেলোয়াড় অর্জুন শর্মা, সেরা অ্যাথলিট অর্চিতা বন্দ্যোপাধ্যায় এবং সেরা সমর্থক রিপন মণ্ডল। তবে এই অনুষ্ঠানে সেরা ফুটবলার আপুইয়া এবং সেরা বিদেশি ফুটবলার জেমি ম্যাকলারেন থাকতে পারবেন না।